Wednesday, 12 November 2014

ভিরাটের জন্য আনন্দিত আনুশকা,কিন্তু কেন?


ইন্ডিয়ার ক্যাপ্টেন ভিরাট কোহলি যখন রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপরীতে ব্যাট হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি করেন, তখন সেই স্টেডিয়ামে একজন বিশেষ মানুষ উপস্থিত ছিলেনতিনি আর কেউ নন, বলিউড তারকা আনুশকা শর্মা
ভিরাট যখন ৫০ রান পূর্ণ করলেন আনুশকাকে দেখা গেল ভিরাটকে অভিবাদন জানাতেএই ৫০ রানের সাথে সাথে ভিরাট ওয়ান ডে ম্যাচের দ্রুততম ৬০০০ রান করার গৌরব অর্জন করেন
ক্যাপ্টেন তার হেলমেট খুলে, এতে চুমু খেয়ে আনুশকার উদ্দেশেও একটি চুমু এঁকে দেনআনুশকাও এর জবাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ভিরাটকে অভিনন্দন জানান
প্রসঙ্গত আনুশকাকে ইংল্যান্ড সিরিজ চলাকালে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় এবংওই সিরিজে ভিরাটের বাজে পারফরমান্সের জন্য তাকেই দায়ী করা হয়

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: