ইন্ডিয়ার ক্যাপ্টেন ভিরাট কোহলি যখন রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপরীতে ব্যাট হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি করেন, তখন সেই স্টেডিয়ামে একজন বিশেষ মানুষ উপস্থিত ছিলেন। তিনি আর কেউ নন, বলিউড তারকা আনুশকা শর্মা।
ভিরাট যখন ৫০ রান পূর্ণ করলেন আনুশকাকে দেখা গেল ভিরাটকে অভিবাদন জানাতে। এই ৫০ রানের সাথে সাথে ভিরাট ওয়ান ডে ম্যাচের দ্রুততম ৬০০০ রান করার গৌরব অর্জন করেন।
ক্যাপ্টেন তার হেলমেট খুলে, এতে চুমু খেয়ে আনুশকার উদ্দেশেও একটি চুমু এঁকে দেন। আনুশকাও এর জবাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ভিরাটকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত আনুশকাকে ইংল্যান্ড সিরিজ চলাকালে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় এবংওই সিরিজে ভিরাটের বাজে পারফরমান্সের জন্য তাকেই দায়ী করা হয়।

0 comments: