খুব সম্প্রতি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪। আর এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় জয়ীর মুকুটটি জিতে নেন নাদিয়া আফরিন। এসবই তো এখন অতীতও। তবে প্রতিবারের মতো এবারের আসরটিতেও হাজির হয়েছিলেন সাবেক রূপসী তারকারা। আর একসাথে রূপসী তারকাদের উপস্থিতি যখন তখন কি নিজেদের ক্যামেরাবন্দি না করে পারেন?
হ্যাঁ ঠিকই ধরেছেন এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার আসরের অন্তরালের কিছু ছবি নিয়ে হাজির হয়ে গেলও প্রিয়.কম। এই ছবিগুলো দেখতে বুঝতে পারবেন লাক্স চ্যানেল আই সুপারস্টার নিয়ে আজও তারকারা সমানভাবেই উচ্ছসিত হন।




0 comments: