Wednesday, 12 November 2014

বিবসনা হতে শর্ত জুড়ে দিলেন কিরা নাইটলি!


এই হলিউড সুন্দরীকে বরাবরই বিবসনা হতে দেখা যায়কখন ম্যাগাজিনের ফটোশুট আবার কখন অভিনয়ের খাতিরেবিবসনা হয়ে প্রতিবারই খবরের শিরোনামে পরিণত হওয়া কিরা নাইটলি আরও একবার চলে এলেন লাইম লাইটে তাও আবার বিবসনা হওয়ার জন্য শর্ত জুড়ে দিয়ে
কি অবাক হচ্ছেন তো? এই হলিউড সুন্দরী মনে করেন, নারীর শরীর হচ্ছে উচ্চমার্গীয় শিল্পকর্মফলে ইচ্ছেমতো নগ্ন হওয়ার মানে হয় নাঅনেকে নগ্ন শরীরকে অশ্লীলভাবে উপস্থাপন করেকিন্তু নগ্নতার মধ্যেও শৈল্পিক উপস্থাপন থাকতে হবে
নাইটলি জানান, কেউ যদি শিল্পসম্মতভাবে তাকে উপস্থাপন করে তবে তার নগ্ন হতে কোনো আপত্তি নেইএ ক্ষেত্রে নাইটলির শর্ত হলো অবশ্যই তার শরীরের কোনো বিশেষ অংশকে আলাদাভাবে উপস্থাপন করা যাবে না
টাইমস অব লন্ডনের সঙ্গে আলাপচারিতার সময় নগ্নতা নিয়ে বেশ খোলামেলা কথা বলেন নাইটলিতিনি বলেন, অনেকে শরীরের একটি বিশেষ অঙ্গ প্রদর্শন করে আলোচনায় আসতে চানসেখানে কোনো শিল্প থাকে না

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: