দূরত্বটা ধীরে ধীরে কমছিল, সেই দূরত্বের দৈর্ঘ্যটা ধন্যবাদের স্টেশনে দাঁড় করালেন শাহরুখ খান। তাঁর ছবি হ্যাপি নিউ ইয়ারের প্রচার করায় সালমান খানকে ধন্যবাদ জানালেন শাহরুখ। রিয়্যালিটি শো বিগ বসে সঞ্চালক সালমান হ্যাপি নিউ ইয়ারের প্রচার করেন।
সালমানকে ধন্যবাদ জানিয়ে কিং খান বলেন, "আমি মন থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি। এটাতে প্রমাণিত হয় আমাদের দুজনের মধ্যে সম্পর্কে কোনো সমস্যাই নেই।"
২০০৮ সাল থেকে দুই খানের সম্পর্কে চিড় ধরে। একের পর এক ঘটনায় দু জনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। তবে গত দেড়-দুই বছর ধরে সেই ফাটল ধরা সম্পর্ক আস্তে আস্তে করে জোড়া লাগছে। অবশ্য ঘনিষ্ঠমহল বলে দুই খানের সম্পর্ক নিয়ে আগাম কিছু বলা কঠিন।

0 comments: