Tuesday, 28 October 2014

বলিউডের বাদশা শাহরুখ খানের সাথে তার সন্তানদের কিছু আবেগঘন মুহূর্ত (দেখুন ছবিতে)


তারকাদের সাথে তাদের ছেলেমেয়েরাও কিন্তু ভক্তদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকে তবে একবার ভেবে দেখুন বলিউডের বাদশ শাহরুখ খানের সন্তানদের প্রতি ভক্তদের আগ্রহের পরিসীমাটি কতখানি হতে পারে শাহরুখের তৃতীয় সন্তান আব্রাম পৃথিবীর আলো দেখার আগেই তাকে নিয়ে মিডিয়ায় কম গুঞ্জন তৈরি হয়নিসম্প্রতি শাহরুখ খান তার টুইটারে আব্রামের সাথে তার একটি ছবি আপলোড করেনমুহূর্তের মধ্যে হাজার হাজার রিটুইট, কমেন্ট উথলে পড়ল শাহরুখের টুইটার অ্যাকাউন্টে তবে চলুন দেখে নেয়া যাক, বলিউডের বাদশার সাথে তার সন্তানদের কিছু আবেগঘন মুহূর্ত





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: