Tuesday, 28 October 2014

স্বস্তিকার সাথে চতুরতা, রহস্যে ভরপুর দীর্ঘ চুম্বনে সিক্ত সুশান্ত রাজপুত!


বলিউডে ইতোমধ্যেইব্যোমকেশ বক্সীসিনেমা নিয়ে জল্পনা কল্পনার শুরু হয়ে গেছে আর এবার যেন সেই জল্পনা-কল্পনাকেও ছাড়িয়ে গেল সিনেমাটিবলিউড জুড়ে জোর গুঞ্জন সিনেমাতে একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত ও তার সহ-অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে
এখানেই শেষ নয়, এই চুম্বন দৃশ্যটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চুম্বন হতে চলে চলেছেএর আগে সবচেয়ে দীর্ঘ চুম্বন দৃশ্যের শীর্ষ তালিকায় নাম ছিল রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত রামলীলাসিনেমার বহু-চর্চিত সেই চুম্বন দৃশ্যটি
জানা যায়, দৃশ্যটি শুট করার আগে নাকি বেশ অস্বস্তি বোধ করছিলেন সুশান্ত! তবে দৃশ্যটি শুট করার সময় কোনো প্রস্তুতি ছাড়াই একবারেই 'ওকে' করেছেনপরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের মতে, সিনেমাটিতে এই চুম্বন দৃশ্যের খুব দরকার ছিলনিছক রোমান্টিক চুম্বন দৃশের দরকার ছিল নাছিল চতুরতা, রহস্যে ভরপুর একটি চুম্বন যা তিনি পেয়েছেন। 


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: