Tuesday, 28 October 2014

দেখুন আকর্ষণীয় নায়লা নাঈমের আনকোরা নতুন একটি ছবি!



আলোচিত বলুন আর সমালোচিত বলুন, নায়লা নাঈম কিন্তু জনপ্রিয় তার সাহসী ফটোশুটগুলোর জন্যইএমন সাহসী ও খোলামেলা ভাবে ক্যামেরার সামনে দাঁড়ান নায়লা যে অন্য কেউ তার সাথে টক্কর দিয়ে পেরে ওঠা মুশকিলনিজের ফেসবুকে প্রায়ই তিনি আপলোড করেন দারুণ সব ছবি
সেই ধারাবাহিকতায় আজ তিনি আপলোড করেছেন নিজের আরও একটি দারুণ ছবিআপলোড হবার ১৫ ঘণ্টার মাঝেই সেই ছবির লাইক ছাড়িয়ে ১৩ হাজারেরও অনেক বেশী, শেয়ার ১০৯সাথে কমেন্ট তো আছেইএত অল্প সময়ে এত বেশী লাইক নায়লার অন্য কোন ছবি পায়নিএটাই হতে পারে নবীন তারকা নায়লা নাঈমের এ যাবত কালের সবচাইতে হিট ছবিটিদর্শক হিসাবে আপনার কী মনে হয় ছবিটির ব্যাপারে?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: