শিরোনাম পড়ে চোখ কপালে উঠে যাবার উপক্রম! অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমন কাজটি করে বসেছেন তারকা ফ্রিডা পিন্টো। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমাতে কাজ করার পর থেকে ছয় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন দেব ও ফ্রিডা। তবে ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ৩০তম জন্মদিনে এই তারকার সঙ্গী হিসেবে ছিলেন সিদ্ধার্থ মাল্য।
জন্মদিনের রাতে শ্যাম্পেনে ডুবে হলিউডের চেনা ঢঙে আনন্দ-ফূর্তি করেছেন ফ্রিডা। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার এই তারকা শুরুতে শ্যাম্পেন ছিটিয়েছেন। ইনস্টাগ্রামে একটি বোতল হাতে তোলা ছবি পোস্ট করে লিখেন, ‘পরের ছবিটা আপনাদের দেখাতে পারলে ভালো লাগতো। কিন্তু এতো সাহস আমার নেই!’


0 comments: