Tuesday, 21 October 2014

মধ্যরাতে রাস্তায় ফ্রিডা পিন্টোর উত্তেজনাপূর্ণ নাচ! (দেখুন ছবিতে)


শিরোনাম পড়ে চোখ কপালে উঠে যাবার উপক্রম! অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমন কাজটি করে বসেছেন তারকা ফ্রিডা পিন্টোস্লামডগ মিলিয়নিয়ারসিনেমাতে কাজ করার পর থেকে ছয় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন দেব ও ফ্রিডাতবে ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ৩০তম জন্মদিনে এই তারকার সঙ্গী হিসেবে ছিলেন সিদ্ধার্থ মাল্য
জন্মদিনের রাতে শ্যাম্পেনে ডুবে হলিউডের চেনা ঢঙে আনন্দ-ফূর্তি করেছেন ফ্রিডাস্লামডগ মিলিয়নিয়ারসিনেমার এই তারকা শুরুতে শ্যাম্পেন ছিটিয়েছেনইনস্টাগ্রামে একটি বোতল হাতে তোলা ছবি পোস্ট করে লিখেন, ‘পরের ছবিটা আপনাদের দেখাতে পারলে ভালো লাগতোকিন্তু এতো সাহস আমার নেই!
তবে মজার ব্যাপার হল, জন্মদিনের পার্টি শেষের ছবি ফ্রিডা পোস্ট না করলেও তা ছড়িয়ে পড়েছে অনলাইনেএতে দেখা যায়, রয়েল প্যালেস নামের একটি ক্লাবের বাইরে নর্তকীদের মতো নেচে বেড়াচ্ছেন তিনিএদিন ফ্রিডার পরনে ছিল ফুলেল প্রিন্টের মিনি স্কার্ট আর পায়ে উঁচু হিলের জুতো
 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: