Tuesday, 21 October 2014

পা কেটে ফেলতে হতে পারে টেলি সামাদের


বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী কমেডিয়ান অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেনতবে শোনা যাচ্ছে এই অভিনেতার পা কেটে ফেলতে হতে পারে
হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়জানা যায় কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিন হয়েছে তারগ্যাংরিনের চিকিৎসার জন্য তাকে দ্রুত অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবেএর ফলে তার পা কেটে ফেলতে হচ্ছে
চিকিৎসক কামাল পাশা বলেন, ‘টেলি সামাদ আশংকামুক্ত ননগ্যাংরিনের অপারেশন করাটা জরুরি হয়ে পড়েছেনইলে সংক্রামণ রক্তে ছড়িয়ে পড়বেতখন তাকে বাঁচানো সম্ভব হবে নাআবার অস্ত্রোপচারের পর জ্ঞান না ফিরলে একই ঘটনা ঘটতে পারেতাই তার পরিবারের সঙ্গে কথা বলেছিতার মেয়ে অস্ত্রোপচারে সম্মত হয়েছেনএটা ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই
প্রসঙ্গত, এই অভিনেতার গত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হার্ট অ্যাটাক হয়প্রথমে তাকে রাজধানীর ডির্ফাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে আনা হয়এর তিন মাস আগে যুক্তরাষ্ট্রে তার শরীরে প্রথম বাইপাস করা হয়েছিলগত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন তিনি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: