Tuesday, 21 October 2014

আসছেন ববি


জনপ্রিয় চিত্রনায়িকা ববি আবারো বড় পর্দায় ফিরছেনরোজার ঈদের পর থেকেই চলচ্চিত্রে ববিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো নাতবে সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ১২ তারিখ ববি তার অভিনীত স্বপ্ন ছোঁয়াসিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবেন
স্বপ্ন ছোঁয়াসিনেমাতে হালের ক্রেজ নায়িকা ববি জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মনের বিপরীতেসিনেমাটি কাহিনী লিখেছেন মনির রেজা, এটি পরিচালনা করেছেন শফিক হাসান
জানা গেছে, চলচ্চিত্রটি এরই মাঝে সেন্সরবোর্ডের সনদপত্র পেয়েছে পাশাপাশি ঢাকার বলাকা, মধুমিতা, জোনাকিসহ আটটি হল বুকিং সম্পন্ন হয়েছে বর্তমানে শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে
এ প্রসঙ্গে ববি বলেন, সুন্দর একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছেএই প্রথম সায়মনের সাথে জুটি বেঁধে অভিনয় করলামআশা করছি সিনেমাটি সকলের ভালো লাগবে
মুন্নি প্রোডাকশন প্রযোজিত স্বপ্ন ছোঁয়াসিনেমাটিতে সাইমন এবং ববি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভির, মিশা সওদাগর, রেবেকা, কাজী হায়াৎ সহ আরো অনেকে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: