জনপ্রিয় চিত্রনায়িকা ববি আবারো বড় পর্দায় ফিরছেন। রোজার ঈদের পর থেকেই চলচ্চিত্রে ববিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ১২ তারিখ ববি তার অভিনীত ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবেন।
‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমাতে হালের ক্রেজ নায়িকা ববি জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মনের বিপরীতে। সিনেমাটি কাহিনী লিখেছেন মনির রেজা, এটি পরিচালনা করেছেন শফিক হাসান।
জানা গেছে, চলচ্চিত্রটি এরই মাঝে সেন্সরবোর্ডের সনদপত্র পেয়েছে। পাশাপাশি ঢাকার বলাকা, মধুমিতা, জোনাকিসহ আটটি হল বুকিং সম্পন্ন হয়েছে। বর্তমানে শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে ববি বলেন, সুন্দর একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এই প্রথম সায়মনের সাথে জুটি বেঁধে অভিনয় করলাম। আশা করছি সিনেমাটি সকলের ভালো লাগবে।
মুন্নি প্রোডাকশন প্রযোজিত ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমাটিতে সাইমন এবং ববি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভির, মিশা সওদাগর, রেবেকা, কাজী হায়াৎ সহ আরো অনেকে।

0 comments: