বিয়ে করলেন বলিউড সেলুলয়েড সুন্দরী দিয়া মির্জা। প্রেমিক ও ব্যবসায়িক অংশীদার সাহিল সাঙ্ঘার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। শনিবার নয়াদিল্লিতে আর্য সমাজের রীতি অনুযায়ীই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সাবেক মিস এশিয়া-প্যাসিফিক হায়দ্রাবাদের কন্যা দিয়া। বললেন, বিয়েটা হায়দ্রাবাদে করতে না পারলেও হায়দ্রাবাদি কনের সাজেই সেজেছিলাম।
দিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন-সুস্মিতা সেন, মহেশ ভূপতি, লারা দত্ত, রাজকুমার হিরানি, জায়েদ খান, সোফি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত এপ্রিলে এনগেজমেন্ট হয়েছিল তাদের।

0 comments: