আজ বিয়ে করছেন তো কাল! এভাবেই বিয়ের তারিখ পিছিয়ে যাচ্ছেন এই বলিউড লাভ বার্ড। তাদের এমন সিদ্ধান্তহীনতায় ভক্তরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন রণবীর-ক্যাটরিনার গাঁটছড়া বাঁধার। তবে আবার শোনা যাচ্ছে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন রণবীর-ক্যাটরিনা।
কাপুর পরিবারে ছেলের বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে। দুই পরিবারের সম্মতিতে ২০১৫-এর শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি নাগাদ তাদের বিয়ে ঠিক হয়েছে। বলাই বাহুল্য নির্দিষ্ট দিনটি এখনও জানা যায়নি।
কিছুদিন আগেই রণবীর ক্যাটরিনার যৌথ স্বীকারোক্তিতে জানা গিয়েছিল তারা নাকি লিভ-ইন করছেন। নায়ক-নায়িকা বেশ ঢাকঢোল পিটিয়ে এই খবর প্রকাশ করায় সকলেই একটু অবাক হয়েছিলেন এবং অনুরাগীরা অবশ্যই খুশি হয়েছিলেন।
লোক চক্ষুর আড়ালেই থাকতে পছন্দ করতেন তাঁরা। কিন্তু গত বছর মিয়ামি সমুদ্র সৈকতে পাপারাৎজিদের গোপন ক্যামেরায় ধরা পড়েন এই দুই কাপেল। এর আগেও একাধিকবার তাঁদের বিয়ে নিয়ে গুজব রটে।

0 comments: