Thursday, 30 October 2014

অবশেষে গুঞ্জনকে গুজবে পরিণত করলেন শাবনূর


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূরসালাউদ্দিন লাভলুর পরিচালনায় 'চান্দের বুকে জোছনার ঘর' শীর্ষক ছবিতে অভিনয় করবেন তিনিএ ছবিতে তার বিপরীতে থাকবেন চিত্রনায়ক রিয়াজ অনেকদিন পর রিয়াজের জন্যও এটা হতে যাচ্ছে বিশেষ ছবি
এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা যায়, এতে রিয়াজ-শাবনূরের সঙ্গে আরো অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ, 'চ্যানেল আই সেরা নাচিয়ে' প্রতিযোগিতা থেকে উঠে আসা শায়লা সাবি ও শাহেদইতোমধ্যেই অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচালকের কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে দীর্ঘদিন ধরে মিডিয়ায় গুঞ্জন ছিল, শাবনূর আর অভিনয়ে নাও ফিরতে পারেনবিশেষ করে তিনি অস্ট্রেলিয়ায় থাকাকালে এ গুঞ্জনকে অনেকেই সত্য বলে ধরে নেনতবে 'চান্দের বুকে জোছনার ঘর' ছবিতে অভিনয়ে সম্মতি জানিয়ে সব গুঞ্জনকে গুজবে পরিণত করলেন শাবনূর
সম্প্রতি শাবনূর মা হয়েছেনদীর্ঘ এক বছর অস্ট্রেলিয়ায় থাকার পর সন্তানসহ ১ অক্টোবর দেশে ফেরেন তিনিসর্বশেষ ২০১৩ সালে ২০ সেপ্টেম্বর শাবনূর অভিনীত 'কিছু আশা কিছু ভালোবাসা' ছবিটি মুক্তি পায়এরপর আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনিএদিকে, অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল সালাউদ্দিন লাভলু নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেনকারণ ২০০৫ সালে 'মোল্লা বাড়ির বউ' ছবিটি নির্মাণের পর আর কোনো ছবি নির্মাণ করেননি তিনিযদিও এর মধ্যে 'কোর্ট ম্যারেজ', 'ওয়ারিশ', 'তৃতীয় পুরুষ'সহ নানা নামে চলচ্চিত্র নির্মাণের কথা শোনা গেছে বহুবারকিন্তু বিভিন্ন কারণে সেসব ছবির কাজ শুরুতেই থমকে গেছেতবে ১ ডিসেম্বর থেকে যে নতুন ছবিটির শুটিং শুরু হচ্ছে, সে বিষয়টি প্রায় নিশ্চিত
এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন রিয়াজ-শাবনূর'চান্দের বুকে জোছনার ঘর' ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাসুম রেজাপরিচালকসহ অভিনয়শিল্পীরা ছবিটি নিয়ে দারুণ আশাবাদীঅন্যদিকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি শাবনূর আগামীতে ছবি প্রযোজনা ও পরিচালনা করবেন বলে জানা গেছেএ জন্যই অস্ট্রেলিয়া থেকে চলচ্চিত্র নির্মাণের ওপর কোর্স করে এসেছেন তিনিতাছাড়া শাবনূর অভিনীত কয়েকটি ছবির কাজ এখনো কিছুটা বাকি রয়েছেঅচিরেই সেসব ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনিচিত্রনির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শাবনূরদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি বর্তমানে শাবনূর শিশুপুত্র আইজানকে নিয়ে ইস্কাটনে নিজের ফ্ল্যাটে অবস্থান করছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: