Thursday, 30 October 2014

হাল্কের চরিত্রে আর দেখা যাবে না এডওয়ার্ডকে!


পুরোপুরি বদলে যেতে শুরু করেছে জনপ্রিয় সিনেমা হাল্কশুধু তাই নয়, এখন থেকে আর হাল্কের চরিত্রে দেখা যাবে সুদর্শন অভিনেতা এডওয়ার্ড নরটনকেনা, সিনেমা থেকে তিনি বাদ পড়েন নিবরং নায়ক নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এই চরিত্র আর না করারহাল্ক প্রেমীদের জন্য দুঃখের খবর হলেও খোদ এই অভিনেতাই এমনটা জানালেন
জানা যায় নিজেকে ভিন্নধর্মী সিনেমায় দেখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ২০০৮ সালে মুক্তি পাওয়া দ্যা ইনক্রিডেবল হাল্কসিনেমায় এই তারকা অভিনয় করেন এবং পরবর্তীতে এভেঞ্জারস মার্ক রাফেলকে হাল্কের চরিত্রে অভিনয় করতে দেখেছে দর্শক
এই তারকার মতে কেউ যদি বারবার একই চরিত্রে অভিনয় করতে থাকে সেই চরিত্র থেকে বেরিয়ে আসা অত্যন্ত কষ্টকরএবং হঠাৎ করে অন্য কোন চরিত্রে দর্শক তাকে সহজভাবে গ্রহণ করতে পারে নাতাই সিনেমা ক্যারিয়ারে বৈচিত্র্যটা আনতেই এডওয়ার্ড নরটন এমন সিদ্ধান্ত নিয়েছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: