Thursday, 30 October 2014

বিকিনি পরিহিত ছবির কারণে পিয়াকে হুমকি!


নিজের বোল্ড উপস্থাপনের জন্য বিনোদন জগতে সর্বদাই আলোচিত পিয়াবাংলাদেশের মডেলিং জগতে বহু বছর যাবতই তিনি এক সাহসী নামএবং সম্প্রতি এই কারণে উড়ো হুমকির সম্মুখীন হলেন এই প্রথম সারির মডেল এবং বর্তমানে অভিনেত্রী জান্নাতুল ফেরোদৌস পিয়াবিকিনি পরিহিত অবস্থায় পিয়ার একটি ছবির কারণে গতকাল অজানা এক ব্যক্তি এই অভিনেত্রীর মোবাইলে ফোনে হুমকি দেন
মোবাইল ফোনে হঠাৎ করেই এমন হুমকির পর এই অভিনেত্রী তার ফেসবুক পেজে লেখেন, ০১৮৫৪XXXXXXX নাম্বার থেকে আমাকে হুমকি দেয়া হয়আমি শুধু এতটুকু বলতে চাই, আপনিও(ফোন কলটি যে দিয়েছেন) কিন্তু পুরোপুরি নিরাপদ ননআমার সাথে ঝামেলা জড়াতে যাবেন না!!
জানা যায় পিয়া ঐ ব্যক্তির নাম জানতে পেরেছেনতবে এমন হুমকির পরও এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করেননি এই অভিনেত্রীএ প্রসঙ্গে পিয়া বলেন, আমি এখনও কোন মামলা দায়ের করিনিতবে যদি সেই ব্যক্তি আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যান, তবেই আমি পরবর্তী পদক্ষেপ নিব
এই মডেল আরও জানান যে বিনোদন জগতে পা রেখেছেন বহুদিন আগেকিন্তু কখনই তিনি এমন হুমকির সম্মুখীন হননিএবারই প্রথম তাকে এভাবে কেউ হুমকি দিল


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: