Thursday, 30 October 2014

প্লাস্টিক সার্জারি করিয়ে হিট ৪ বলিউড নায়িকা, দেখুন আগে ও পরের পরের ছবিতে


রূপালি পর্দায় টিকে থাকতে এবং নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে গিয়ে অনেক নায়িকারাই প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হনতবে দুঃখজনক হলেও সত্য যে এই সার্জারির মাঝে অনেকগুলোই কিন্তু ব্যর্থ হয়তবে আজ আমাদের আয়োজন তেমনই কিছু নায়িকাকে নিয়ে যারা নিজেরদের আকর্ষণীয় করে তুলতে গিয়ে করিয়েছেন প্লাস্টিক সার্জারি এবং সার্জারির পরই হিট হয়েছেন তাঁরা! তালিকায় আছেন বিপাশা বাসু, কারিনা কাপুর এবং হ্যাঁ, প্রীতি জিনতার মত নায়িকারা!
একটু অবাক করা মনে হলেও সত্য এই যে এই মডেল অভিনেত্রীও সার্জারির মত ব্যাপারটির মধ্য দিয়ে গিয়েছেনবিগ বস জয়ী এই তারকা নিজের ফিগার ও ঠোঁট নিয়ে ছিলেন অসন্তুষ্ট ছিলেনআর তাই নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে গোহর খান তার ঠোঁটের উপর দিয়ে ছুরি-কাঁচি চালিয়েছেনএবং সবার সামনে স্বীকার না করলেও, এই তারকা করিয়েছেন ব্রেস্ট ইমপ্ল্যান্ট যা আপনি ছবি দেখেই বুঝতে পারবেন তবে এই তারকার লিপজবটিও প্রথম দফায় সফল তার মুখ দেখতে পায়নিশুধু তাই নয়, সেই সময় গহর কোন ক্যামেরার সামনে যাননিএমনকি এই অভিনেত্রীকে নিজের খান সিস্টার টিভি শোটি বন্ধ করে দিতে হয়তবে পরবর্তীতে আরও একবার ভুল সংশোধনের জন্য সার্জারির সম্মুখীন হনএবং এখন তিনি হিট তারকা!
বলিউডের আকর্ষণীয় এই অভিনেত্রী কোন সার্জারিটি করান নি বলুন? ঠোঁট সার্জারি থেকে শুরু করে নাকের গঠনে এনেছেন আমূল পরিবর্তন! শুধু তাই নয়, গায়ের রঙ ফর্সা করতে করিয়েছেন মেলানিন সার্জারি পর্যন্তকি, অবাক হচ্ছেন তো? তাহলে আরও একটি কথা জেনে রাখুন, আজ বিপাশার গালে যে টোলটি পড়তে দেখে আসছেন তা আসলে ছুরিকাঁচির কারসাজি।!এই তারকাকে একবার দুবার নয়, বহুবারই সার্জারির সম্মুখীন হতে হয়তবে বিশ্বাস না হলে ছবি দেখে নিন
শুরুর দিকের প্রীতি জিনতার কথা মনে আছে নিশ্চয়ইদুই গালে ছোট ছোট টোল, মিষ্টি চেহারার প্রীতিকে কে ভুলতে পারে বলুন? কিন্তু এখনকার প্রীতি আর সেইসময়ের প্রীতির সাথে কোন মিল পাওয়া যায় নাআর কী করে পাওয়া যাবে বলুন, এই অভিনেত্রী মুখ থেকে শুরু করে যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট পর্যন্ত করিয়েছেন করেছেন, তা তো তুষার কাপুর কফি উইথ করণ শোতে-ই জানিয়ে দেনপ্রথম কিছু সিনেমায় প্রীতির আসল সৌন্দর্য দেখা যায়তারপরই তিনি শুরু করেন প্লাস্টিক সার্জারিপ্রথমে নাক, তারপর লিপ জবআস্তে আস্তে হেয়ার, ইমপ্ল্যান্ট, ব্রেস্ট ইমপ্ল্যান্ট করানএই পর্যন্ত ঠিকই ছিলপ্রীতি নিজের ক্যারিয়ারের তুঙ্গে পৌঁছে যানকিন্তু কারিনা কাপুরের দেখাদেখি চোয়ালে সার্জারি করানোর পর নষ্ট হয়ে যায় প্রীতির চেহারা
ভাবছেন কারিনা আবার কখন সার্জারি করালেন? আর এই অভিনেত্রীর এমন কী-ই বা কমতি আছে আছে যেটাকে সার্জারির মত এমন সিদ্ধান্ত নিতে হলমিডিয়ার সামনে বরাবরই নিজের সুন্দর লুক নিয়ে বড়াই করতে অভ্যস্ত নায়িকা আবার কখন নিজেকে নিয়ে অসন্তুষ্টিতে ভোগা শুরু করে দিলেন? তবে শুনুন, কারিনার সার্জারি নিয়ে বলিউডে গুঞ্জনের শেষ নেইকেউ বলেন কারিনা বোটক্স সার্জারি করিয়েছেন ত্বক টানটান রাখতেশুধু তাই নয়, কারিনা চিক ইমপ্ল্যান্ট করিয়েছেনএবং ওজন কমাবার পর ব্রেস্ট ইমপ্ল্যান্টও করিয়েছেনআবার কেউ বলেন কারিনা বরাবরই এমনই দেখতেতবে ছবিটি দেখুন আর পাঠকই বিচার করুন আদৌ কারিনা কোন সার্জারি করিয়েছেন কিনা





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: