Friday, 31 October 2014

৪ বছর পর যেভাবে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন


চার বছর পর অবশেষে অভিনয়ে ফিরছেন সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনতার ফেরা নিয়ে অনেক জল্পনা-কল্পনা-আলোচনা এর আগে হলেও পাকাপাকিভাবে এবার তাকে পর্দায় আবারও দেখতে পাবেন দর্শকআসছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জাজবাছবির মধ্য দিয়ে তার প্রত্যাবর্তন ঘটছে বলিউডেছবিটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা
ঐশ্বরিয়া সর্বশেষ ২০১০ সালে অভিনয় করেছিলেন গুজারিশছবিতেসেই ছবিতে হৃতিকের বিপরীতে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেন তিনিএরপরই মাতৃত্বজনিত কারণে বিরতিতে যান এই অভিনেত্রীআরাধ্য নামের ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়ার পরপরই তার ফেরার কথা ছিল অভিনয়েকিন্তু কন্যার যত্নআত্তি খোদ নিজে করার জন্যই সময় নেন ঐশ্বরিয়াতবে মূল কাহিনী ছিল ভিন্নশাশুড়ি জয়া বচ্চন চাইতেন না ঐশ্বরিয়া আর অভিনয় করুকআর সেকারণেই নিজেকে আড়ালে নিয়ে যাওয়াতবে এবার ফেরার ঘোষণা ঐশ্বরিয়া নিজেই দিয়েছেন
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাজবাছবির শুটিং শুরু হচ্ছেএ ছবিতে গুণী অভিনেতা ইরফান খানের বিপরীতে দেখা যাবে তাকেছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শাবানা আজমীসাসপেন্স-থ্রিলার নির্ভর এ ছবিটির শুটিং খুব দ্রুত সঞ্জয় গুপ্তা শেষ করবেন বলে জানা গেছেকারণ, ছবিটি নিয়ে আগামী বছর কান চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন তিনিএদিকে এ ছবির পর সঞ্জয় লীলা বানসালীর একটি ছবিতেও অভিনয়ের কথা রয়েছে তারতবে এখন তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন জাজবার প্রস্তুতি নিয়ে
এ বিষয়ে তিনি বলেন, ভাবতেই ভাল লাগছে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবোআমি অপেক্ষা করছিলাম শুধু এতোদিনএবার অপেক্ষার পালা শেষ ডিসেম্বরেই জাজবাছবির শুটিং করবোএখানে শাবানা আজমী, ইরফান খানদের মতো গুণী অভিনয় শিল্পীরা রয়েছেনছবিটির গল্প অত্যন্ত চমৎকারঅনেক মনে ধরেছে আমারটানা ছবিটির শুটিং চলবেআশা করছি ভাল কিছুই উপহার দিতে পারবো আমার ভক্ত-দর্শকদের

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: