Friday, 31 October 2014

বর্ষার বদলে নায়লা নাঈমের সাথে সুপারস্টার অনন্ত জলিল!


আকর্ষণীয় নায়লা নাঈমের সাথে মঞ্চ মাতাচ্ছেন এসময়ের ক্রেজ অনন্ত! কি, ভাবতেই তো অবাক লাগছেতাই না? এবার যেন অনন্ত আর নায়লা নাঈম ভক্তদের সেই আশাই পুরণ হল সম্প্রতি মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি অনুষ্ঠানে আলোচিত নায়ক অনন্তের সঙ্গে ঢাকার মঞ্চ মাতিয়েছেন অালোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম
প্রসঙ্গত এই দুই তারকাই তাদের জায়গায় সফল এবং দুজনই আলোচিততারা দুজনই আলাদাভাবে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন
অনন্ত বলেন, ‘গ্রামীণফোনের ওই অনুষ্ঠানে আমি আমার সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেছিশারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে অনুষ্ঠানে গানগুলোতে বর্ষা আমার সঙ্গে নাচতআমার গানের সঙ্গে নায়লা নাঈমের যে মঞ্চ উপস্থিতি তা পুরোপুরি অনুষ্ঠান-সংশ্লিষ্টদের সিদ্ধান্ত
নায়লা নাঈম বলেন, ‘সারা দেশে অনন্ত জলিলের অসংখ্য ভক্ততাঁর মতো জনপ্রিয় একজন তারকার সঙ্গে এক মঞ্চে নাচতে পেরে খুব ভালো লেগেছেদর্শকদের উচ্ছ্বাস দেখে আমার মনে হয়েছে তাঁরা আমাকে অনেক ভালোবাসেনতাঁদের ভালোবাসায় আমি মুগ্ধ ও অনুপ্রাণিত

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: