পার্টিতে নেশাগ্রস্থ অবস্থায় ক্লিভেজ দেখিয়ে বেড়াচ্ছেন সোনম কাপুর! মিডিয়ায় এমন ছবিসহ খবর প্রচারের পর পুরো বলিউড জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় সোনম কাপুরকে। তবে কি আসলেই সোনম তারকা খ্যাতির জোয়ারে নিজের গা ভাসিয়ে দিলেন? নাকি এর পেছনেও রয়েছে অন্য এক কাহিনী যা আপনারা জানেন না?
ভারতীয় সংবাদমাধ্যমে দীপিকার ক্লিভেজ নিয়ে কম সমালোচনার ঝড় বয়ে যায়নি। আর সেই সারিতে যোগ হলো আরেক অভিনেত্রী এবং জনপ্রিয় তারকা সোনম কাপুরের নাম। তবে সব সময় যা দেখানো হয়, তার সবটুকুই যে সত্য হবে এমনটা নয়। মানে! ধরতে পারছেন না তো যে ঠিক কী বলা হচ্ছে?
তবে শুনুন, বলিউডে পা রেখেও নিজের ভাল মেয়ের ইমেজটা ধরে রেখেছিলেন সোনম কাপুর। খোলামেলা পোশাক বা কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে নারাজ ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে এই ভাল মেয়ের ইমেজ থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। প্রথমবারের জন্য তাকে বিকিনি পরে ক্যামেরার সামনে দেখা যায় ‘বেওয়াকুফিয়া’ সিনেমাতে। বিকিনি পরার পাশাপাশি এই সিনেমাতে একটি চুম্বন দৃশ্যও অভিনয় করতে দেখা যায় তাকে।



0 comments: