এমনটাই নাকি হয়ে থাকে, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায় মানুষ। আর এটা বাংলাদেশের সংস্কৃতিতে বেশি চোখে পড়ে। এক সময়কার বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা জসিমের ১৫ তম মৃত্যুবার্ষিকী ছিল ৮ অক্টোবর।
একেবারেই নীরবেই কেটে গেল দিনটি। এফডিসি, চলচ্চিত্রপাড়া, টিভি চ্যানেল, রেডিও কোথাও ছিলো না জসিম স্মরণে কোন অনুষ্ঠান। তাকে কি তাহলে ভুলে গেল বাংলাদেশের চলচ্চিত্র সমিতি আর সংগঠনগুলো? হয়তো ভুলেই গেছেন তারা।
তবে ব্যতিক্রম ছিল নেট দুনিয়ায়। ভালবেসে অনেক ভক্তরা এই প্রয়াত নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্ট্যাটাসের মাধ্যমে স্মরণ করেছেন। অনেকে জসিমের ছবিও আপলোড করেছেন নেট দুনিয়ায়।
নায়ক ওমর সানি তার ফেসবুকে প্রয়াত অভিনেতা জসিমকে স্বরণ করে ছবি সহ একটি ষ্ট্যাটাস দিয়েছেন। এছাড়া আর কোন অভিনেতা বা কাউকে তেমন কোন কিছুই দেখা যায়নি।
চলচ্চিত্র পাড়ার মানুষ জসিমকে ভুলে গেলেও মনে রেখেছে ভক্ত ও তরুণরা। তার ভক্ত আর দর্শকের মনে তিনি এখনো বসত করেন স্মৃতিতে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৮ অক্টোবর জসিম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান।
0 comments: