Tuesday, 14 October 2014

শাহরুখের এইট প্যাকের প্রেমে পড়লেন গৌরি!


'হ্যাপি নিউ ইয়ার' সিনেমাতে শাহরুখ খানের এইট প্যাকের জাদুতে হাজারো নারীর মন মন্ত্রমুগ্ধ হলেও গৌরির অবস্থা কিন্তু এতদিন জানা যায়নিতবে এবার সংবাদমাধ্যমের সামনে গৌরি যা জানালেন তাতে শাহরুখ-গৌরি ভক্তরা একেবার পুলকিত
শাহরুখ খানের 'এইট প্যাকস ফিগার' দেখে ভক্তরা খুশিপরিচালক ফারাহ খান তো খুশিইতবে সবচেয়ে খুশি নিঃসন্দেহে স্ত্রী গৌরি খানগৌরি বলেছেন, ‘এইট প্যাকের জন্য ও হাড়ভাঙা খাটুনি খেটেছেসেই পরিশ্রমের ফসলই এখন দেখা যাচ্ছেওকে দেখতে দুর্দান্ত লাগছে
গৌরি শুধু শাহরুখের স্ত্রী নন, সিনেমার প্রযোজক বটেওফলে ব্যবসার কথাও ভাবতে হচ্ছে তাকেগৌরির আশা, ওম শান্তি ওম-এর মতো আবারও জাদু দেখাবে শাহরুখ-ফারাহ জুটি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: