'হ্যাপি নিউ ইয়ার' সিনেমাতে শাহরুখ খানের এইট প্যাকের জাদুতে হাজারো নারীর মন মন্ত্রমুগ্ধ হলেও গৌরির অবস্থা কিন্তু এতদিন জানা যায়নি। তবে এবার সংবাদমাধ্যমের সামনে গৌরি যা জানালেন তাতে শাহরুখ-গৌরি ভক্তরা একেবার পুলকিত।
শাহরুখ খানের 'এইট প্যাকস ফিগার' দেখে ভক্তরা খুশি। পরিচালক ফারাহ খান তো খুশিই। তবে সবচেয়ে খুশি নিঃসন্দেহে স্ত্রী গৌরি খান। গৌরি বলেছেন, ‘এইট প্যাকের জন্য ও হাড়ভাঙা খাটুনি খেটেছে। সেই পরিশ্রমের ফসলই এখন দেখা যাচ্ছে। ওকে দেখতে দুর্দান্ত লাগছে।’
গৌরি শুধু শাহরুখের স্ত্রী নন, সিনেমার প্রযোজক বটেও। ফলে ব্যবসার কথাও ভাবতে হচ্ছে তাকে। গৌরির আশা, ওম শান্তি ওম-এর মতো আবারও জাদু দেখাবে শাহরুখ-ফারাহ জুটি।

0 comments: