Tuesday, 14 October 2014

ফিরছেন মাহি!


চলতি সময়ের এক নাম্বার নায়িকার আসনটি মাহির, পুরোনাম মাহিয়া মাহিডিজিটাল চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র বলা হয় এই অভিনেত্রীকেভালোবাসার রংসিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তাঁর আগমন
বাংলা সিনেমায় মাহি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেনমিষ্টি চেহারা ও অভিনয় দক্ষতা গুনে তিনি তাঁর সময়ের ও আগের অনেক চিত্রনায়িকাকে পেছন ফেলে নিজের নামের সাথে সেরা তকমাটি লাগাতে সক্ষম হয়েছেন তিনি
পরিচালক ও প্রযোজকদের কাছে মাহি নামটি তাই নির্ভরতারশুধুই কি ভালো অভিনয় ও চেহারা! না তা নয়, ঢাকাই সিনেমায় মাহির ভক্তের সংখ্যায় অন্য যেকোনো নায়িকার থেকে অনেক বেশিআর তাইতো চলচ্চিত্রের এই মন্দার বাজারে তাঁর অভিনীত নারী প্রধান চরিত্রের সিনেমা অগ্নিরেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল
তবে মাহি ভক্তদের জন্য গেল ঈদটা খুব একটা ভালো কাটেনিআর তাঁর কারণ হল গেল ঈদে তাঁর কোন সিনেমাই মুক্তি পায়নিএ নিয়ে মাহিও বেশ হতাশ ছিলেনঈদে তাঁর অভিনীত অনেক সাধের ময়নাওয়ার্নিংচলচ্চিত্র দুটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা আটকে যায়
আসছে ৭ নভেম্বরে জাকির হোসেন রাজু পরিচালিত ও মাহিয়া মাহি অভিনীত অনেক সাধের ময়নাসিনেমাটি মুক্তি পেতে যাচ্ছেএতে মাহির বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি
এ প্রসঙ্গে মাহি বলেন, "‘অনেক সাধের ময়নাসিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটের উপরে নির্মিত হয়েছেদর্শক নতুন আমেজ পাবেন সিনেমাটি দেখে সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী।"
উল্লেখ্য, বর্তমানে মাহির হাতে দেশা দ্যা লিডার, অগ্নি টু, রোমিও ভার্সেস জুলিয়েটসহ আরও বেস কিছু সিনেমা রয়েছে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: