বলিউডে ইতোমধ্যেই অভিষেক হতে চলেছে প্রিয়াংকা চোপড়ার কাজিন বার্বির। তবে বলিউডে পা দেয়ার সাথে সাথেই পোস্টারের জন্য বিবসনা হয়ে পোজ দেয়া নিয়ে বেশ সন্দিহান এই অভিনেত্রী। আর তাই সরাসরি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজিন প্রিয়াংকা চোপড়ার কাছ থেকে পরামর্শ নিয়ে নিলেন।
কী পরামর্শ দিলেন প্রিয়াংকা? তবে শুনুন, পোস্টারে বিবসনা হওয়ার প্রস্তাব আসার পর প্রিয়াংকাকে ফোন করেন বার্বি। বার্সেলোনায় একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রিয়াংকা তাকে পরামর্শ দেন, চিত্রনাট্যের খাতিরে শরীর দেখাতে হলে আপত্তি অর্থহীন। তা ছাড়া নগ্নতা যদি রুচিসম্মত হয়, তাহলে তাতে সায় দিতে বাঁধা থাকার কথা নয়। দিদির টিপস মাথায় রেখে তাই নিরাভরণ হতে আর দ্বিধা করেন নি এই নবীন তারকা।
প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে আসার আগে বেশ মন দিয়ে পড়াশোনার পাট সেরে ফেলেছেন বার্বি । ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি শেষ করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোর্সও। সিনেমাতে অভিনয়ের ব্যাপারে ভেবেচিন্তেই মনস্থির করেছেন বলে জানিয়েছেন তিনি। কোনো রাখ-ঢাক না করে তার সাফ কথা, প্রিয়াংকা চোপড়ার বোন হওয়ার কারণে কিছু সুবিধা পাওয়াই দস্তুর। জানিয়েছেন, সেই সূত্রে বলিউডের অনেক নামি ব্যক্তিত্বের সঙ্গে আলাপ হয়েছে।
উল্লেখ্য, পরিচালক অভিনব সিনহার নতুন সিনেমা 'জিদ'। নায়িকা হিসেবে এতে দেখা যাবে বার্বি হান্ডাকে। পরিচালকের পছন্দ না হওয়ায় পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটছে মানারা নামে।

0 comments: