Wednesday, 29 October 2014

অনন্ত জলিলকে নিয়ে পরি মনির মিথ্যা প্রচারণা!


সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পরি মনি অনন্ত জলিলের সিনেমায় অভিনয় করবেনপরি মনি যে অনন্তের চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করবেন এটা তিনি নিজেই জানিয়েছেন
এটা ছিল পুরনো খবর, তবে নতুন খবর এই যে অনন্তের প্রযোজনা সংস্থা মনসুন ফিল্মস সূত্রে জানা যায়, তাদের পক্ষ থেকে পরি মনিকে কখনোই বলা হয়নি, মনসুন ফিল্মস এর ছবিতে কাজ করার ব্যাপারে
এদিকে পরি মনির এমন সংবাদ প্রচার সম্পর্কে অনন্ত জানিয়েছেন, আমি নতুন মুখ নিয়ে সিনেমা নির্মাণ করবো সংবাদটি সত্যতবে কোন নাটক কিংবা সিনেমায় অভিনয় করেছেন এমন কাউকে কাস্ট হিসেবে নেয়া হবে নাপরি মনিকে কাস্ট করার কোন ইচ্ছে নেই
ঘটনার সত্যতা জানার জন্য পরি মনিকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়
পরি মনি বর্তমানে পুবাইলে রওশন আরা নিপা পরিচালিত মহুয়া সুন্দরী চলচ্চিত্রে অভিনয় করছেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: