Saturday, 4 October 2014

এবার দেখুন আকর্ষণীয় সানি লিওনের আইস বাকেট চ্যালেঞ্জ (ভিডিও)


চারিদিকে কেবল আইস বাকেট চ্যালেঞ্জের ছড়াছড়িহলিউডের নামিদামি তারকাদের সাথে সাথে বলিউডেও ঝড় তুলতে শুরু করেছে এই আইস বাকেট চ্যালেঞ্জটিএখন পর্যন্ত অক্ষয়, অভিষেক, রিতেশ, জ্যাকুলিন, সোনাক্ষির মত তারকাদের সাথে সাথে এই আইস বাকেট চ্যালেঞ্জেটি নিয়েই ফেললেন বলিউডের এই সময়ের সমালোচিত- বিতর্কিত আকর্ষণীয় ক্যানাডিয়ান পর্ণ তারকা সানি লিওন
হ্যাঁ ঠিকই ধরেছেন, শুধু শরীর দেখিয়ে বলিউডে জায়গা করে নেয়া পর্ন তারকা সানি লিওন আইস বাকেট চ্যালেঞ্জ গ্রহণ করে তা সম্পন্ন করে ফেলেছেনমানে এক বালতি বরফ ঠাণ্ডা পানি মাথায় ঢেলেছেনআর সে দৃশ্য মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন টুইটারে
আইস বাকেট চ্যালেঞ্জ হচ্ছে এক বালতি বরফ শীতল পানি গায়ে ঢালার চ্যালেঞ্জ কেউ দিলে নিতেই হবেতা না হলে ১০০ ডলার দান করতে হবে এএলএস অ্যাসোসিয়েশনকেএখানেই শেষ নয় আরও তিনজনকে সেই বরফ পানিতে ভেজাতে হবে
স্নায়ু রোগে আক্রান্তদের জন্য তহবিল গড়ার জন্য এই খেলাটি প্রথম শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড় ও এএলএস রোগী পিট ফ্রেটসএএলএস পুরো কথাটি হলো অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিসএটি এমন একটি রোগ যাতে স্নায়ুকোষ, মস্তিষ্ক ও মেরুদণ্ড আক্রান্ত হয়বিশ্বজুড়ে প্রতি ১ লক্ষে ২ জন বিরল এই রোগে আক্রান্ত হয়১ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত শুধুমাত্র ফেসবুকে আইস বাকেট চ্যালেঞ্জ -এর ১২ লক্ষ ভিডিও শেয়ার করা হয়েছে
এএলএস ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আইস বাকেট চ্যালেঞ্জের তহবিলে জমা পড়েছে ২৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: