Friday, 3 October 2014

বিশ্বখ্যাত তারকাদের ফটোশপের কেরামতি বিহীন আসল চেহারা! (দেখুন ছবিতে)


পর্দায় এবং নানা ধরণের ম্যাগাজিনে বিশ্ব বিখ্যাত সকল তারকাদের দেখে তাদের রূপের প্রশংসা এবং নিজের চেহারা নিয়ে আফসোস করেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার পর্দা কাঁপানো সকল সুন্দরী এবং মারাত্মক চারমিং পুরুষের ছবি দেখে আপন মনেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসেমনে মনে সৃষ্টিকর্তাকে বলা হয়ে যায় আমাকে আরেকটু সুন্দর করে বানালে কী হতো?’ কিন্তু আপনার এই আফসোস করার কি আসলেই প্রয়োজন রয়েছে?
আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব রূপে গুনে আলাদাতাছাড়া এর পাশাপাশি যে সকল বিশ্ববিখ্যাত তারকাদের সুন্দর মুখ দেখে আমরা এই আফসোস করে থাকি তা পুরোপুরি বৃথাকারণ বেশিরভাগ সুন্দরী নারী এবং চারমিং পুরুষ যাদের পর্দায় ও ম্যাগাজিনে দেখা যায় তাদের রূপের রহস্য অন্য কিছুজানতে চান কি? তাহলে বলেই ফেলি, তারকাদের প্রথম ও প্রধান রূপ রহস্য হচ্ছে ফটোশপবিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে দেখে নিন বিশ্ব বিখ্যাত তারকাদের রূপের আসল রহস্য ও তার প্রমান




 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: