Friday, 3 October 2014

আবেদনময়ী নার্গিস ফাকরির ইন্সটাগ্রাম থেকে নেয়া কিছু এক্সক্লুসিভ ছবি



বলিউডের আবেদনময়ী নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশী আলোচিত কোন নায়িকা বলতে পারবেন? অভিনয় দিয়ে না হলেও পর্দায় আবেদনময় উপস্থাপন দিয়ে নিজের আলাদা ভক্ত শ্রেণী তৈরি করতে সক্ষম হয়েছেন তিনিকথা হচ্ছে অ্যামেরিকান মডেল নার্গিস ফাকরিরআজ এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে এমন কিছু ছবি প্রিয়.কমের ভক্তদের জন্য নিয়ে আসা হল যা আপনি আগে কখনোই দেখেননিপর্দার পাশাপাশি এই অভিনেত্রী ইন্সটাগ্রামে কেমন আবেদনের দ্যুতি ছড়িয়েছেন চলুন দেখে নেয়া যাক। 





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: