Sunday, 5 October 2014

বলিউড তারকাদের বিখ্যাত যত স্টাইলিশ সন্তানেরা (দেখুন ছবিতে)


রূপার চামচ মুখে নিয়ে জন্ম আর জন্মের পর থেকেই রঙিন জগতের আলোকছটা আর গ্ল্যামারের জগতে বাসিন্দা হয়ে পড়েনআর কেনই বা হবে না, যাদের জন্ম তারকার ঘরে তারা তো তারকার চাইতে কোন অংশেই কম নয়তবে এই ক্ষুদে তারকাদের জীবনযাপন তাদের বাবা-মায়ের মতই আকর্ষণীয় এবং ট্রেন্ডি হয়ে থাকেতবে এমন অনেকা ক্ষুদে তারকা রয়েছে যারা কিনা তাদের বাবা-মায়ের চাইতেও কয়েকগুণ বেশি ফ্যাশনেবল এবং ট্রেন্ডি তবে চলুন দেখে নেয়া যাক কোন তারকার সন্তানেরা ফ্যাশন সেন্সের দিক থেকে তার বাবা-মাকেও হার মানিয়েছে


চিক জাম্পশুট, সুন্দর ফ্রক আর ডিজাইনার ব্যাগ হাতে মিষ্টি মেয়েটি যে তার মা কারিশমার পদাঙ্ক অনুসরন করেই চলছেন তাতে কোন সন্দেহ নেই

দেখুন ট্র্যাডিশনাল পাঞ্জাবি আর ওয়েস্টার্ন লুকে অক্ষয়ের ছেলে আরাভকে তবে পায়ের দিকে কি লক্ষ্য করেছেন? দু পায়ে দুরকম জুতো পরিহিততবে এই ক্ষুদে তারকা যে নতুন ট্রেন্ড উদ্ভব করতেই পারেন তাতে কোন সন্দেহ নেই

সাইফের রাজকন্যাকে দেখুনদুই ট্রেন্ডেই যেন মানিয়ে গেছেন তিনি

সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরক্যাজুয়াল পোশাকে কি অপূর্ব সুন্দরই না লাগছে তাকে

বলিউডের আপকামিং ফ্যাশন ডিভা বলিউড বাদশাহ কন্যা সুহানা খান

মা সুস্মিতা সেনের যোগ্য উত্তরসূরি রিনি সেন

অমিতাব বচ্চনের নাতনি নাভিয়া নাভেলি নান্দার লুকটি বলে দিচ্ছে তিনি কতটা স্টাইলিশ

তারকা হবার জন্যই যেন জন্মেছেনতিনি আর কেউ নন জ্যাকি শ্রফের ছোট্ট রাজকুমারী কৃষ্ণা

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: