Tuesday, 23 September 2014

আবারো রূপালি পর্দা মাতাবেন শাহরুখ-ঐশ্বরিয়া


বলিউডের অন্যতম রোমান্টিক জুটি হিসেবেই পরিচিতি ছিল তাদেরতবে কোন এক অজানা কারণে ২০০২ সালে সঞ্জয়লীলা বানশালীর ট্রাজিক লাভস্টোরি দেবদাস’-এ শেষবারের মতো দেখা গিয়েছিল শাহরুখ-ঐশ্বরিয়া জুটিকেপ্রায় এক দশক পর শোনা যাচ্ছে রোহিত শেঠীর সিনেমাতে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে বি-টাউনের দুই খ্যাতনামা স্টার শাহরুখ খান ও গ্ল্যামারাস ঐশ্বরিয়া রাই বচ্চন
বিয়ের পর বি-টাউনের অন্দর মহল থেকে বারংবার গুজব রটেছে আবার রুপালি পর্দায় কামব্যাক করছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন২০১৩ সালের অন্যতম সেরা সফল সিনেমার তালিকায় রয়েছে রোহিত শেঠী পরিচালিত চেন্নাই এক্সপ্রেস’-র নামআগামী সিনেমাতে শাহরুখের সঙ্গে কাজ করার কথা নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠীএমনকি মুখ্য চরিত্রে শাহরুখের অভিনয়ের কথাও জানিয়েছেন
যতদূর জানা যাচ্ছে সিনেমার স্ক্রিপ্ট নিয়ে ইতিমধ্যে কথাও হয়েছে ধুম টুনায়িকা অ্যাশের সঙ্গে৷ বি-টাউনের খবর অনুযায়ী বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও ঐশ্বরিয়া দেবদাস’-র পর রোহিত শেঠীর আগামী এ সিনেমাতে জুটি বাঁধার চূড়ান্ত সম্ভবনা রয়েছে
দেবদাসছাড়া মহাব্বতে’-তেও শাহরুখ-অ্যাশের জুটি প্রশংসীত হয়েছিল দীর্ঘদিন পর বলিউডে অ্যাশের শাহরুখের সঙ্গে কামব্যাক করা শাহরুখ, অ্যাশ ফ্যানদের কাছে নিশ্চই সুখবর

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: