Tuesday, 23 September 2014

আকর্ষণীয় নার্গিসের ভিন্নধর্মী প্রচেষ্টা


যেখানে পুরো বলিউড 'আইস বাকেট চ্যালেঞ্জ' নিয়ে মাতামাতিতে ব্যস্ত শেখানে একটি ভিন্নধর্মী কাজে অংশ নিয়ে আরও একবার প্রমাণ করলেন যে তিনি সবার থেকে আলাদা
তারকারা নিজেদের মাথায় বরফ-পানি ঢালার সঙ্গে সঙ্গে ১০ ডলার করে দানও করেছেন এএলএস অ্যাসোসিয়েশনের তহবিলেএবার অন্য ধরনের একটি তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন বলিউড তারকা নার্গিস ফাখরিতবে কি সেই অভিনব কায়দা যা আরও একবার নার্গিস ফাকরিকে নিয়ে এলো খবরে
জম্মু-কাশ্মীরের বন্যাকবলিত এলাকায় সাহায্য-সহযোগিতার জন্য অনুষ্ঠিতব্য একটি নিলাম পরিচালনা করবেন তিনিমাসব্যাপী এ নিলামে বিভিন্ন সিনেমাতে তারকাদের ব্যবহৃত পোশাক, গহনাসহ ব্যক্তিগত বেশ কিছু জিনিস বিক্রি করা হবে ছাড়া এতে বিভিন্ন তারকাও অংশ নেবেন
২০ অক্টোবর নার্গিসের জন্মদিনে নিলাম শেষ হবেএরপর এই নিলাম থেকে সংগৃহীত অর্থ নিলামের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে আক্রান্ত এলাকায় পাঠানো হবে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: