Monday, 22 September 2014

দীপিকার আকর্ষণীয় কোমরে মন্ত্রমুগ্ধ ভক্তরা (ভিডিও)


'ক্লিভেজ বিতর্ক'ঝড় থামতে না থামতেই আকর্ষণীয় কোমর দুলিয়ে আরও একবার মন্ত্রমুগ্ধ করলেন ভক্তদেরদীপিকা পাডুকোনের অভিনয় দক্ষতা নিয়ে আরও সন্দেহ না থাকেলেও এই অভিনেত্রী যে আবেদনময় নাচ দিয়ে কাবু করতে জানেন তাই প্রমাণ করলেন আরও একবারতবে নিশ্চিত দীপিকার আকর্ষণীয় মেদহীন কোমরের ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেনা তার ভক্তরা
শাহরুখ বাদশা খানের আসন্ন সিনেমা হ্যাপি নিউ ইয়ার’-এর গানের ভিডিও লাভলিরিলিজ করল শনিবারএই গানের নাচে আবেদনে ভরপুর বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন সোশ্যাল সাইটে ইতিমধ্যেই লক্ষাধিক দর্শক ভিডিওটি দেখে ফেলেছেনলাইকও বাড়ছে চড়চড়িয়েকোমরের দুলুনিতে দেশজুড়ে লক্ষ লক্ষ পুরুষ দর্শকের মনে ঝড় তুলেছেন দীপিকা
এই সিনেমায় মোহিনীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকানৃত্যের তালে শরীরে হিল্লোলে পর্দায় তুফান তুলেছেন দীপিকাগানের ভিডিওটি প্রকাশ্যে আসতে অনেকে এও বলছেন, ঋত্বিক রোশন অভিনীত অগ্নিপথের সিক্যুয়েলে ক্যাটরিনার চিকনি চামেলিকে কড়া টক্কর দিলেন দীপিকাহ্যাপি নিউ ইয়ারেঅভিনয় করেছেন শাহরুখ, দীপিকা,অভিষেক বচ্চন, সোনু সুদ, এবং বোমান ইরানির মতো তারকারা


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: