ক্যারিয়ারের শুরু থেকেই খোলামেলা হয়ে পারফর্ম করে আলোচনায় আসেন মালাইকা আরোরা খান। বিশেষ করে আইটেম গানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে বলিউডে অন্যরকম উচ্চতায় পৌঁছে যান তিনি। তার করা ‘ছাইয়া ছাইয়া’ এবং ‘মুন্নি বদনাম’ শীর্ষক আইটেম গান দুটি বলিউডে দর্শকপ্রিয়তার দিক দিয়ে মাইলফলক স্থাপন করে।
তারই ধারাবাহিকতায় এরপর আরও একাধিক আইটেম গানে ব্যাপক খোলামেলাভাবে পাওয়া গেছে মালাইকাকে। তাকে বলিউডের শীর্ষ আইটমে গার্ল হিসেবেই ধরা হয়ে থাকে। তবে নতুন খবর হলো সমপ্রতি একটি কাণ্ড ঘটিয়ে ধর্ম অবমাননায় অভিযুক্ত হয়েছেন মালাইকা। ক
দিন আগেই মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলের শোতে পারফর্ম করেছেন তিনি। সেখানে নিজের আইটেম নাম্বারগুলোতেই নেচেছেন। তবে ‘মুন্নি বদনাম’ গানটিতে পারফর্ম করার সময় ‘ওম শান্তি’ লিখা একটি ছোট গাউন পরে খোলামেলা হয়ে পারফর্ম করেন তিনি। আর তাতেই বেধে যায় বিপত্তি। সমপ্রতি সেই ভিডিওটিসহ মালাইকার বিরুদ্ধে মুম্বই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রাম কুমার শর্মা নামের এক হিন্দু ধর্মালম্বী তরুণ। তিনি তার অভিযোগে বলেছেন, ‘ওম শান্তি’ একটি পবিত্র নাম। এই নাম সংবলিত পোশাক পরে মালাইকা অর্ধনগ্ন নৃত্য করে হিন্দু ধর্মকে অবমাননা করেছেন। আর তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছি। আমরা তার উপযুক্ত শাস্তি চাই।
বিষয়টি নিয়ে বেশ বিব্রত অবস্থায় পড়ে গেছেন মালাইকা। কারণ, এ ধরনের অভিযোগের সম্মুখীন এর আগে হতে হয়নি তাকে। তবে আত্মপক্ষ সমর্থন করে মালাইকা বলেছেন, এটা একদমই হাস্যকর অভিযোগ। কারণ, এই নাম সংবলিত পোশাক অনেক ছবিতেও আমরা ব্যবহার করি। এটি আমাদের মনে প্রাণে মুখে সব সময় থাকে। তাই এই নাম সংবলিত পোশাক পরে পারফর্ম করা অবশ্যই দোষের কিছু নয়। আমি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। দেখা যাক কি হয়।

0 comments: