Saturday, 27 September 2014

আবারও মল্লিকা!!!!


দীর্ঘদিন আবারও বলিউডের ছবি নিয়ে ব্যস্ত হলেন মল্লিকাএ মাসেই মাসেই তিন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনিএর মধ্যে প্রিয় দর্শনের দুটি কমেডি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেনতবে তার আগেই মুকেশ চৌধুরী পরিচালিত নতুন ছবি সালি খুশিতে অভিনয় করছেন এ অভিনেত্রী
তবে ছবির শুটিং শুরু হতে না হতেই এই নিয়ে ভালোই উত্তাপ ছড়াচ্ছেন মল্লিকাএখানে বিবেক ওবেরয়ের বিপরীতে অভিনয় করছেন তিনিএটি এই জুটির দ্বিতীয় ছবিএই ছবিতে একজন গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন মল্লিকাছবিটির মাধ্যমে ব্যাপক খোলামেলা হয়েই প্রায় এক বছর পর বলিউডে ফিরছেন তিনি
এখানে বিকিনি ও সুইমস্যুট পরে একাধিক দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন মল্লিকাআর সেই সুইমস্যুট পরা ছবি এরই মধ্যে নিজের টুইটার একাউন্টে পোস্ট করেছেন তিনিদুটি ছবির মধ্যে একটিতে লাল ও আরেকটিতে গোলাপি রঙা সুইমস্যুট পোশাকে পোজ দিয়েছেন মল্লিকা


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: