সংগীত তারকা জেনিফার লোপেজ যেমন তার গান দিয়ে নন্দিত, ঠিক তেমনি মিউজিক ভিডিওগুলোতেও তার পারফর্মেন্স নজরকাড়া। এসব ভিডিওতে ব্যাপক খোলামেলাভাবেই আবিষ্কার করা গেছে লোপেজকে। গানের বাইরে তিনি যে ছবিগুলোতে অভিনয় করেছেন, তার সবক’টিতেই আবেদনময়ী রূপে পাওয়া গেছে তাকে। সব মিলিয়ে জেনিফারের অনবদ্য গান ও আবেদনময়ী রূপে পুরো বিশ্বই মাতোয়ারা হয়েছে বহুবার।
তবে সম্প্রতি সিঙ্গাপুরের লাইভ পারফরম্যান্সে এসে অবাক করা এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। সিঙ্গাপুরের গ্র্যান্ড পিক্সে বিশাল আয়োজনের একটি অনুষ্ঠানে তিনি লাইভ পারফরম্যান্স করেন। এখানে তার উপস্থিতি তাক লাগিয়ে দেয় সবাইকে। কারণ নামেমাত্র পোশাকে এখানে হাজির হন তিনি। তাও তার পোশাকটি ছিল পুরোপুরি চামড়ার রঙের। যার কারণে জেনিফার যখন স্টেজে পারফরম্যান্স করছিলেন, তখন তাকে পুরোপুরি নগ্নই মনে হচ্ছিল। শুধু তাই নয়, এ তারকা শুরু থেকেই অশ্লীল অঙ্গভঙ্গির পারফরম্যান্স করছিলেন, যা এর আগে কখনও করতে দেখা যায়নি।
নিজের শারীরিক সৌন্দর্য প্রদর্শনের চেষ্টাই যেন করছিলেন জেনিফার লোপেজ। পোশাকের সঙ্গে মিল রেখে তার সাজও ছিল বেশ আকর্ষণীয়। প্রায় ৯০ মিনিটের এ পারফরম্যান্সের মাধ্যমে তিনি দর্শক মুগ্ধ করেছেন ঠিকই, পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন। কারণ জেনিফারের এ রকম উপস্থাপন সেখানে উপস্থিত অনেককেই বিব্রত অবস্থায় ফেলে দেয়।
যদিও বিন্দুমাত্র বিব্রত মনে হয়নি জেনিফারকে। সিঙ্গাপুরের বেশ ক’টি গণমাধ্যমও জেনিফারের এ ধরণের পারফরম্যান্স নিয়ে মুখরোচক সংবাদ পরিবেশন করেছে। জেনিফার অবশ্য খুশি তার এ পরিবেশনা নিয়ে। নিজের অনুভূতি তিনি প্রকাশ করেছেন টুইটার স্ট্যাটাসের মধ্য দিয়ে। এমনকি নিজের সেই ছবিও পোস্ট করেছেন। এ বিষয়ে তিনি লিখেছেন, অনেক ধন্যবাদ সিঙ্গাপুর। অসাধারণ একটি রাত ছিল। প্রাণ খুলে নেচেছি। অনেক এনজয় করেছি। যা আমি কখনও ভুলতে পারব না।

0 comments: