বলিউডের আবেদনময়ী
নায়িকার তালিকায় ইতোমধ্যেই
নিজের নাম লিখিয়েছেন। পর্দায় এই নায়িকার আবেদনময় উপস্থাপন হাজার পুরুষের হৃদয়ে আলোড়ন তুলতে
সক্ষম। কথা হচ্ছে লাক বাই চান্স তারকা ও কমল হাসানের কন্যা শ্রুতি হাসানের। সম্প্রতি এই নায়িকা বেশ কয়েকটি ম্যাগাজিনের প্রচ্ছদের ফটোশুটে অংশগ্রহণ
করেন। আর নিঃসন্দেহেই
এই ফটোশুটগুলোতে বেশ আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।




0 comments: