Friday, 26 September 2014

লাক্স-চ্যানেল আই সুপারস্টার'র আগামী পর্বের চমকটি কী?


'লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪' সুন্দরী প্রতিযোগিতা নিয়ে যেন ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে বর্তমান সময়ে এই সুন্দরী প্রতিযোগিতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় আগামী শুক্রবারের পর্বে রয়েছে বড় চমক।
জানা গেছে, ওই পর্বে প্রতিযোগীরা প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'অয়োময়' নাটকের অংশ বিশেষে অভিনয় করবেন। এক সময়ের তুমুল জনপ্রিয় এ নাটকে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। সেখানে তিনি মির্জা চরিত্রে অভিনয় করেন।
তাই বিশেষ এ পর্বে তাকে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কাজেই অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রতিযোগীরা ছাড়াও এ বিশেষ অংশে আরো অভিনয় করবেন মনির খান শিমুল, সাজু খাদেম ও ঝুনা চৌধুরী।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: