Saturday, 27 September 2014

নাটোরের উত্তরা গণভবনে হানিফ সংকেতের ‘ইত্যাদি’


দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্বটির ধারণ হয়েছে নাটোরের উত্তরা গণভবনেঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠান নির্মাণের ধারবাহিকতায় নাটোরের উত্তরা গণভবনে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদিঅনুষ্ঠানটি
ইতাদির এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একজন হতদরিদ্র শিক্ষক দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদনএছাড়াও রয়েছে কোরিয়া প্রবাসী বাংলাদেশি শ্রমিক মাহবুব আলমের ওপর একটি বিশেষ প্রতিবেদন
এছাড়াও মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদনতবে এবার ইত্যাদিতে মূল গান রয়েছে একটিগান গেয়েছেন নাটোরেরই খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীনআরও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ
ইত্যাদির এই পর্বের শিল্পীরা হলেন- কেএস ফিরোজ, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, আব্দুল কাদের, আফজাল শরীফ, শবনম পারভীন, নিপু, প্রাণ রায়, কাজী আসাদ, কামাল বায়েজিদ ও তারিক স্বপন প্রমুখ
২৬ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটিইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: