বলিউড বাদশা শাহরুখ খানের সাথে রেখার সুসম্পর্কের কথা সকলেরই জানা। তবে বলিউডে সুসম্পর্ক দুঃসম্পর্কে পরিণত হতে সময় নেয় না। আর ধারণা করা হচ্ছিল এবার বুঝি শাহরুখ আর রেখার সম্পর্কেও দেয়াল উঠতে চলল। তবে রেখা আরও একবার প্রমাণ করে দিলেন যে তিনি সুসম্পর্ক বজায় রাখতে জানেন।
একসময়ের নামি অভিনেত্রী রেখা শাহরুখের সঙ্গে টেক্কা দিতে কি পিছপা হয়ে গেলেন! উৎসবের মৌসুমে ২৪ অক্টোবর একই দিনে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল রেখা অভিনীত 'সুপার নানি' ও শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার'। হঠাৎ করেই নিজের সিনেমা মুক্তির দিন পিছিয়ে দিলেন রেখা ২৪ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে স্বল্প বাজেটের ড্রামা মুভি 'সুপার নানি'।
এক সাক্ষাৎকারে রেখা নিজেই বলেছেন, তিনি চান না একই দিনে দুটি সিনেমা মুক্তি পাক। তাঁর মতে একই দিনে দুটি সিনেমা বড়পর্দায় এলে দর্শকও দোটানার মধ্যে পড়ে যাবে। এ ছাড়াও দুটি সিনেমার মধ্যে 'ক্ল্যাশ' হওয়ারও যে চূড়ান্ত যে সম্ভাবনা সেটিকে এড়াতে চান তিনি।
বলিউডের এভারগ্রিন বিউটি রেখাকে তার আগামী সিনেমার একটি গানের সিক্যুয়েন্সে দেখা যাবে 'মুঘল-ই-আজম'-এর মধুবালার চরিত্রে। অন্যদিকে বড় পর্দায় এইট প্যাক অ্যাবস নিয়ে বাজিমাত করতে 'হ্যাপি নিউ ইয়ার' টিমের সঙ্গে আসছেন কিং খান।

0 comments: