জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহীম যে শুধু ২২ গজে ব্যাটিংনৃত্যই ভালো জানেন তা নয়, মঞ্চেও ভালো
নাচতে পারেন। জাতীয় দলের অধিনায়ক নিজে নাচলেন, নাচালেন
নববধূ জান্নাতুল কিয়াইয়াত মণ্ডিকেও। আর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রাণভরে উপভোগ করলেন মুশফিক
দম্পতির নাচ।
বৃহস্পতিবার
রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্নাবে মুশফিকের বিয়ে অনুষ্ঠিত হয়। মুশফিকের বিয়েতে সাংবাদিকদের ছবি তোলায় নিষেধাজ্ঞা থাকলেও
বিয়ের
অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। প্রতিভা থাকলেও নিজের বিয়েতে সচারচর কেউ নাচেন না। কিন্তু ব্যতিক্রম মুশফিক। তার লুকায়িত প্রতিভা দেখালেন নিজের বিয়েতেই। এটাই হয়তো মুশফিকের বড় চমক।
ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল মুশফিককে। নবপরিণীতা মণ্ডি কিছুটা ইতস্তত বোধ করলেও পরে মুশফিক তার সাবলীলতা দিয়ে ভালোই মানিয়ে নিয়েছেন।

0 comments: