Sunday, 28 September 2014

হজ থেকে ফিরে আর অভিনয় করবেন না ববিতা


হ্যাঁ ঠিকই শুনেছেনবাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়িকা ববিতাকে আর অভিনয় করতে দেখা যাবে নাআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রনায়িকা আজ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন
৪ অক্টোবর মক্কা নগরীতে অনুষ্ঠিতব্য হজে অংশগ্রহণ করার জন্য বিকালে ঢাকা ত্যাগ করবেন তিনিহজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী মাসের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছেএর আগে কয়েকবার তিনি ওমরাহ পালন করেছিলেন
এ প্রসঙ্গে ববিতা সংবাদমাধ্যমকে বলেন, 'হজে যাওয়ার ইচ্ছা আমার দীর্ঘদিনেরএবার সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছেএর আগে কয়েকবার ওমরাহ পালন করলেও নানা ব্যস্ততার কারণে হজে যাওয়ার সুযোগ করতে পারিনিতাছাড়া আমি সম্পূর্ণ ঝামেলামুক্ত হয়ে হজে যেতে চেয়েছিএবার আমি সম্পূর্ণ মুক্তমনে হজ আদায় করবহজে গিয়ে আমি দেশ-জাতির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ শরীর নিয়ে হজব্রত পালন করতে পারি'
জানা গেছে, ববিতা হজ থেকে ফিরে আর অভিনয় করবেন নাতবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: