হ্যাঁ ঠিকই শুনেছেন। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়িকা ববিতাকে আর অভিনয় করতে দেখা যাবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রনায়িকা আজ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন।
৪ অক্টোবর মক্কা নগরীতে অনুষ্ঠিতব্য হজে অংশগ্রহণ করার জন্য বিকালে ঢাকা ত্যাগ করবেন তিনি। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী মাসের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে কয়েকবার তিনি ওমরাহ পালন করেছিলেন।
এ প্রসঙ্গে ববিতা সংবাদমাধ্যমকে বলেন, 'হজে যাওয়ার ইচ্ছা আমার দীর্ঘদিনের। এবার সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এর আগে কয়েকবার ওমরাহ পালন করলেও নানা ব্যস্ততার কারণে হজে যাওয়ার সুযোগ করতে পারিনি। তাছাড়া আমি সম্পূর্ণ ঝামেলামুক্ত হয়ে হজে যেতে চেয়েছি। এবার আমি সম্পূর্ণ মুক্তমনে হজ আদায় করব। হজে গিয়ে আমি দেশ-জাতির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ শরীর নিয়ে হজব্রত পালন করতে পারি।'
জানা গেছে, ববিতা হজ থেকে ফিরে আর অভিনয় করবেন না। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

0 comments: