Sunday, 28 September 2014

দীপিকার "ক্লিভেজ" নিয়ে খোলামেলা কথা বলল টলিউডের তিন কন্যা


দীপিকার স্তন ক্লিভেজ নিয়ে যুদ্ধ এখনও থামেনিদিন দিন নতুন মোড় নিচ্ছে ভারতের প্রথম সারির দৈনিক সংবাদপত্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছেন দীপিকাএই গোটা ইস্যুতে দীপিকার পক্ষ নিয়েছেন বলিউডের বহু অভিনেত্রীএবার পিছিয়ে থাকলো না কলকাতাটেলিগ্রাফ কাগজে দেওয়া সাক্ষাৎকারে নারী শরীর ও স্তন ক্লিভেজ প্রদর্শনের স্বাধীনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন, ঋতুপর্ণা, স্বস্তিকা ও পাওলি
 

ঋতুপর্ণা সেনগুপ্ত

আমার পুরুষদের কাছে একটাই আবেদন আছে, আদিম মানসিকতা থেকে বেরিয়ে আসুনসংবেদনশীল হোনমানুষ হোন

যখন কোন মহিলা পোশাকের মাধ্যমে স্তন ক্লিভেজ প্রদর্শন করেন তা কখনওই আপনাদের উত্যক্ত করার জন্য নয়তিনি কোন পোশাক পরবেন বা পরবেন না তা তাঁর জন্মগত অধিকারসিনেমায় বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমি খোলামেলা পোশাক পরিযদিও আমার সহকর্মীরা আমাকে ও আমার কাজকে সম্মান করেন, তাও কখনও আমার পরিবারের পুরুষ সদস্যদের বলতে শুনি তাঁর মেয়েকে কখনও অভিনেত্রী হতে দেবেন না, কারণ মিনি-স্কার্টে তিনি তাকে সহ্য করতে পারেন নাএকজন মহিলার শুধুমাত্র স্তন ও স্তন ক্লিভেজ ছাড়াও আরও অনেককিছু রয়েছেআমি পর্দায় আমার শরীর দেখাতে পারি কিন্তু আমি একইসঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীও বটে

স্বস্তিকা মুখোপাধ্যায়

শুধু স্তন ক্লিভেজ কেন, পিঠখোলা ব্লাউজ পরলেও লোকে ট্যারা চোখে আমার দিকে দেখেএমনকী পুরুষেরা অত্যন্ত কামাতুর দৃষ্টিতে তাকায় এবং মহিলাদের উচিত মাথা থেকে পা অবধি ঢেকে রাখা গোছের কিছু নোংরা মন্তব্যও করেন

একজন অভিনেত্রী হিসাবে আমি বলব, কারও নিষেধ স্খলনের জন্য প্রথমেই এমন পোশাক পরা উচিত যাতে শরীর দেখা যায়আমাদের পেশার চাহিদাই এটাকেউ তর্ক জুড়তে পারেন অভিনেত্রী রেখার প্রসঙ্গ টেনেতিনি সবসময় পিঠঢাকা ব্লাউজ পরেন শাড়ির সঙ্গেকিন্তু পুরুষের কটাক্ষ নজর কী এড়াতে পেরেছেন তিনি? মহিলাদের শারীরিক সম্পদ রয়েছে, তারা তা ঢাকবেন না দেখাবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপারআমার প্রসঙ্গে বলতে পারি খোলামেলা পোশাকে যাতে আমার স্তন ক্লিভেজও দেখা যাবে তাতে আমি স্বচ্ছন্দএমনকী পিঠখোলা ব্লাউজেওকোনও পুরুষ তাতে আমায় কটাক্ষের চোখে দেখছে কি না আমি তাতে পরোয়া করি নাআমি আমার শরীর নিয়েও স্বচ্ছন্দ বোধ করি
 

পাওলি দাম

আমার মনে হয়নি কেউ আমাকে লালসার চোখে বা কটাক্ষের চোখে দেখছেআমি কখনও পোশাকের জন্য বিব্রত বোধও করিনি

আমি যদি কোনও পার্টিতে পরার জন্য কোনও এমন পোশাক বেছে নিই যাতে আমার স্তন ক্লিভেজ দেখা যাবে এবং যদি লক্ষ্য করি কোনও পুরুষ আমার স্তন ক্লিভেজের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে আমার কেন খারাপ লাগবে? আমি বলতে চাইছি আমি নিজেই তো এই পোশাকটা বেছেছিলাম পরার জন্য, তাই না? কোনও পুরুষ যদি আমার দিকে তাকায় আমি সেটাকে প্রশংসা হিসাবেই গ্রহণ করবকিন্তু কেউ যদি আমার মুখের উপর নোংরা মন্তব্য করেন তাহলে আমার খারাপ লাগবেকিন্তু এখনও পর্যন্ত এমন কোনও নোংরা ঘটনা ঘটেনি আমার সঙ্গেযতদূর ট্যারা চোখে তাকানোর প্রসঙ্গ আসছে, আমি বলব সবাই ভাল জিনিসের দিকে তাকায় কটাক্ষ করে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: