বলিউডের এসময়ের আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি হল ক্যাটরিনা-ঋত্বিকের অফস্ক্রিন প্রেমের গুঞ্জন। তবে টিনশেলের এই দুনিয়ায় নায়কদের প্রয়োজনে ব্যবহার করার দুর্নামে ইতোমধ্যেই ক্যাটরিনা নিজের নাম লেখালেও সম্প্রতি শোনা যাচ্ছে ভিন্ন কথা। বলিউডের বাতাসে জোর গুঞ্জন যে ঋত্বিক নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন ক্যাটরিনাকে!
তবে শুনুন,ঋত্বিককে উদ্দেশ্য করে ক্যাটরিনাকে এও বলতে শোনা যায় যে, আমি তোমাকে ভাল ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম।’ তাহলে কী ক্যাটকে শুধুই নিজের দরকারে ব্যবহার করলেন ঋত্বিক? অবাক হলেন তো। ভাবছেন পরিস্থিতি উল্টে গেল কী করে?
চমকে যাবেন না! এটিই ‘ব্যাং ব্যাং’ সিনেমার লেটেস্ট ডায়লগ প্রোমো। এ পর্যন্ত সিনেমার সবকটি প্রমোতে ধামাকাদার গুলি-গাড়ির লড়াইতে ঋত্বিককে নায়কোচিত রূপে দেখা গিয়েছিল। কিন্তু নতুন প্রোমোতে ঋত্বিকের চরিত্রের নেগেটিভ দিকটি দেখানো হয়েছে। প্রায় ৪০ সেকেন্ডের এই প্রোমোতে প্রথম দেখা গেল ড্যানিকে।
তবে সিনেমায় ঋত্বিক যাই ডায়লগ বলুন না কেন, বাস্তব জীবনে কিন্তু ক্যাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অধুনা গ্রিক গড। সম্প্রতি মুম্বাইতে ব্যাং ব্যাং সিনেমার প্রচারে এসে ঋত্বিক বলেন, ক্যাটরিনা একজন অসাধারণ ডান্সার। আমি কিন্তু চিকনি চামেলি বা কলমি-র মত নাচ নাচতে পারব না। পাল্টা ঋত্বিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্যাটও।

0 comments: