ওপার বাংলার নায়ক ও নায়িকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের হিড়িক পড়েছে ঢাকাই নির্মাতাদের মাঝে। অঙ্কুশ ,শুভশ্রী গাঙ্গুলী ও হিরনের পর এবার টালিউড ও বলিউড মাতানো আরেক অভিনেত্রী রিয়া সেন ঢালিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
নতুন এই চলচ্চিত্রে মোশাররফ ও রিয়া জুটি বেঁধে অভিনয় করবেন। আসছে কোরবানি ঈদের পরেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। তিনি আরো জানান রোমান্টিক ও কমেডি ধাঁচের এই চলচ্চিত্রটির পুরো শুটিং হবে দেশের বাইরে।
এর আগেও এদেশের সিনেমায় অভিনয়ে দেখা গেছে মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সহ আরও অনেক নামিদামি তারকাকে। তবে ইদানীং বাংলা সিনেমার পরিচালকদের মধ্য কলকাতা প্রীতি একটু বেশি দেখা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান সময়ের এক জনপ্রিয় চিত্রনায়ক বলেন, "দেশে কি শিল্পীর অভাব পড়েছে! যে কলকাতার ফ্লপ অভিনেতা ও অভিনেত্রীদের প্রতি নির্মাতাদের এতো আগ্রহ।"
উল্লেখ্য, রিয়া সেন বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী।

0 comments: