Wednesday, 17 September 2014

অপুর নতুন ঝলক


ঘনিয়ে আসছে কোরবানির ঈদতাই ঈদে ছবি মুক্তি দিতে চলচ্চিত্রপাড়ায় তোড়জোড় শুরু হয়ে গেছেঢালিউড কুইন'খ্যাত অপু বিশ্বাসের গত ঈদে 'হিরো দ্য সুপারস্টার' ছবিটি মুক্তি পেয়েছেতবে এবারের ঈদে তার দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছেছবি দুটি হচ্ছে- ওয়াকিল আহমেদের 'শোধ' ও ওয়াজেদ আলী সুমনের 'হিটম্যান'বর্তমানে এ ছবির শুটিংয়ে থাইল্যান্ডে রয়েছেন তিনিতার সঙ্গে আরো রয়েছেন চিত্রনায়ক শাকিব খানছবির শুটিং শেষ করে আগামী সপ্তাহেই দেশে ফিরবেন তারা
অপু বিশ্বাস মনে করেন, 'হিরো দ্য সুপারস্টার'র মতো 'শোধ' 'হিটম্যান' দিয়েও পর্দা কাঁপাবেন তিনিদুটি ছবির গল্প দুই ধরনেরতাই একই সময় ছবি দুটি মুক্তি পেলেও দর্শকদের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না
'শোধ' ছবিতে অপু বেবি চরিত্রে অভিনয় করছেনএতে তার বড় ভাইয়ের চরিত্রে রয়েছেন মিশা সওদাগরএর গল্পে, শাকিব খানের বোনকে খুন করেন মিশাএর ফলে প্রতিশোধের নেশায় মিশার পেছনে ছোটেন শাকিবঘটনাচক্রে অপুর প্রেমে পড়ে যান তিনিশুরু হয় নানা নাটকীয়তাঅন্যদিকে, 'হিটম্যান' ছবিটি অ্যাকশন ধাঁচের তবে এতে অপুকে বেশ আবেদনময়ী ভঙ্গিতেই উপস্থাপন করা হয়েছেঅপু জানান, 'শোধ' 'হিটম্যান' ছাড়াও থাইল্যান্ডে তিনি 'মনের ঠিকানা' ছবির শুটিং করছেন নজরুল ইসলাম খানের পরিচালনায় এ ছবিতেও তার বিপরীতে রয়েছেন শাকিব খান
থাইল্যান্ড থেকে ফিরে অপু বিশ্বাস 'সালাম মালয়েশিয়া'র কাজ শরু করবেন ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবরশাকিব-অপু জুটি টানা কয়েক সপ্তাহ মালয়েশিয়ায় এ ছবির শুটিং করবেন বলে জানা গেছেএছাড়া বর্তমানে অপুর হাতে আরো কয়েকটি ছবি রয়েছেএগুলোর মধ্যে রয়েছে- বদিউল আলম খোকনের 'রাজা হ্যান্ডসাম', জাকির হোসেন রাজুর 'মনের মতো মানুষ পাইলাম না', জি-সরকারের 'লাভ ২০১৪' ইত্যাদিএর পাশাপাশি অচিরেই অপু দুই বাংলার যৌথ প্রযোজিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানা গেছে
এদিকে, অপু জানিয়েছেন, আগামীতে তিনি আর খুব বেশি কাজ করবেন নাবছরে পাঁচ-ছয়টি ছবিতে অভিনয় করবেন মাত্রআমজাদ হোসেনের 'কাল সকালে' ছবির মাধ্যমে ২০০৪ সালে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন ঢাকাই ছবির জনপ্রিয় এ অভিনয়শিল্পীএ পর্যন্ত ৭০টি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: