Wednesday, 17 September 2014

দীপিকার 'ক্লিভেজ' সম্পর্কে যা ছাপা হয়েছে সবই ছিল প্রশংসাসূচক! দাবি টাইমস অব ইন্ডিয়ার


ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় সম্প্রতি দীপিকা পাডুকোনকে নিয়ে কুরুচিকর ছবি ছাপা হয় আর এমন একটি সংবাদপত্রে তার কুরুচিকর ছবি ছাপা নিয়ে বিরক্ত হয়ে দীপিকা টুইট করেন, "হ্যাঁ! আমি একজন মহিলাআমার স্তন রয়েছে এবং বিভাজিকাও রয়েছে! কোনো সমস্যা আছে!!??"এ খবর নতুন কিছু না হলেও এমন একটি ঘটনা যে বলিউডে নতুন একটি বিতর্কের জন্ম দিতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই
বিভাজিকা প্রসঙ্গে বিরক্ত হয়ে মন্তব্যের পর দীপিকা পাডুকোন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতেএবার তার পাশে দাঁড়ালেন সোনম কাপুরএমনিতে দীপিকার সঙ্গে বিশেষ বন্ধুত্ব না থাকলেও এই বিষয়ে দীপিকার পাশে দাঁড়িয়েছেনতার কাছ ঘটনা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক
সোনম বলেন, "সব সময় আমাদের পণ্য হিসেবে দেখা হয়চুমু খাওয়া হোক বা বিকিনি পরা, সবকিছুই খবর, সবকিছুই আলোচনার বস্তুদীপিকার সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনকএটা উচিত্‍ নয়শুধু দীপিকার জন্য নয়, আমাদের সবার জন্য আমার খারাপ লেগেছদীপিকা খুবই ডিপ্লোম্যাটিককিন্তু এই ঘটনায় ও বিরক্ত হয়ে আর চুপ থাকতে পারেনি।"
গতকাল দীপিকা টুইট করার পরই তাকে সমর্থন জানিয়েছেন, অর্জুন কাপুর,আনুশকা শর্মা, করণ জোহর, নিমরত কাউর
উল্লেখ্য, একজন নায়িকাকে এভাবে অপদস্থ করার ব্যাপারে টাইমস অব ইন্ডিয়ার পক্ষে থেকে কোনরকম ক্ষমা চাওয়া তো দূরের কথা তারা দাবি করছেন ছবিটিতে দীপিকার ক্লিভেজ এবংএ সম্পর্কে যা লিখা হয়েছে সবই ছিল প্রশংসাসূচককাজেই কোনরকম ক্ষমা চাওয়া হবে না


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: