ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় সম্প্রতি দীপিকা পাডুকোনকে নিয়ে কুরুচিকর ছবি ছাপা হয় আর এমন একটি সংবাদপত্রে তার কুরুচিকর ছবি ছাপা নিয়ে বিরক্ত হয়ে দীপিকা টুইট করেন, "হ্যাঁ! আমি একজন মহিলা। আমার স্তন রয়েছে এবং বিভাজিকাও রয়েছে! কোনো সমস্যা আছে!!??"। এ খবর নতুন কিছু না হলেও এমন একটি ঘটনা যে বলিউডে নতুন একটি বিতর্কের জন্ম দিতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।

সোনম বলেন, "সব সময় আমাদের পণ্য হিসেবে দেখা হয়। চুমু খাওয়া হোক বা বিকিনি পরা, সবকিছুই খবর, সবকিছুই আলোচনার বস্তু। দীপিকার সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনক। এটা উচিত্ নয়। শুধু দীপিকার জন্য নয়, আমাদের সবার জন্য আমার খারাপ লেগেছ। দীপিকা খুবই ডিপ্লোম্যাটিক। কিন্তু এই ঘটনায় ও বিরক্ত হয়ে আর চুপ থাকতে পারেনি।"
গতকাল দীপিকা টুইট করার পরই তাকে সমর্থন জানিয়েছেন, অর্জুন কাপুর,আনুশকা শর্মা, করণ জোহর, নিমরত কাউর।
উল্লেখ্য, একজন নায়িকাকে এভাবে অপদস্থ করার ব্যাপারে টাইমস অব ইন্ডিয়ার পক্ষে থেকে কোনরকম ক্ষমা চাওয়া তো দূরের কথা তারা দাবি করছেন ছবিটিতে দীপিকার ক্লিভেজ এবংএ সম্পর্কে যা লিখা হয়েছে সবই ছিল প্রশংসাসূচক। কাজেই কোনরকম ক্ষমা চাওয়া হবে না।

0 comments: