Wednesday, 20 August 2014

নামজাদা বলিউড তারকাদের মজার যত আকর্ষণ ও দুর্বলতা

বলিউডের তারকা মানেই ঝাঁ চকচকে গ্লামার ও স্টাইলতারা যা করেন, সেটাই যেন খবর তাঁদের চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবই যেন ভক্তদের জন্য অনুকরণীয় অবশ্য তারাও মানুষআপনার-আমার মত তাঁদেরও আছে বিশেষ কিছু জিনিসের প্রতি আকর্ষণ, বিশেষ কিছু বস্তুর প্রতি ভালোবাসাতারাও শখ করে এটা ওটা জমিয়ে থাকেন ঠিক আমাদের মতইজানতে চান প্রিয় বলিউড তারকাদের মজার যত আকর্ষণ সম্পর্কে? তাহলে আপনার জন্যই এই ফিচারতালিকায় আছেন বাদশা শাহরুখ থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া, সানি লিওন, সালমান খান, কারিনা কাপুর সহ অনেকেই
আমিশা প্যাটেল
অনেক মেয়েই ব্যাগ কিনতে পছন্দ করেনকিন্তু তাদের তুলনায় অভিনেত্রী আমিশা প্যাটেলের ব্যাগের আগ্রহটা একটু বেশি বলেই জানা যায়আর এই অভিনেত্রীর সংগ্রহে রয়েছে বহু মূল্যবান ব্র্যান্ডের ব্যাগএছাড়া জানা যায়, তিনি সপ্তাহে একবার করে তার ব্যাগগুলো পরিষ্কার করেন
শাহরুখ খান
সিনেমায় রোমান্টিক ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত হলেও শাহরুখ খানের আগ্রহের বিষয় সম্পূর্ণ ভিন্নএটি হলো ভিডিও গেমশাহরুখ খান ভিডিও গেম খেলতে এবং গেমিং ডিভাইস সংগ্রহ করতে খুবই ভালোবাসেনতার এ আগ্রহ এত ব্যাপক যে, শাহরুখের বাড়ির একটি তলা ভিডিও গেমের জন্যই বরাদ্দ রয়েছেশাহরুখ খানের আরেকটি আগ্রহের বিষয় হলো পোশাকতিনি জিন্সের প্যান্ট ও সাদা শার্টের মতো সাধারণ পোশাক পরতেই ভালোবাসেনকিন্তু তাঁর জিন্সের প্রতি এই ভালোবাসাই তাঁকে এ পোশাক সংগ্রহে আগ্রহী করে তুলেছেগুজব রয়েছে, তাঁর সংগ্রহে রয়েছে দেড় হাজারেরও বেশি জিন্সের প্যান্ট
কঙ্গনা রানাউত
বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের আগ্রহের বিষয় ট্যাটুতিনি নানা ডিজাইনে তার দেহে কালির আঁচড় দিতে পছন্দ করেনআর এ ধরনের একটি ট্যাটু তিনি তার ঘাঁড়ে আকিয়েছেনএ ছাড়া তাঁর বাম পায়ে একটি ট্যাটু রয়েছে

প্রীতি জিনতা
বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতার অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই অনেকেরইকিন্তু তাদের অনেকেরই জানা নেই যে, প্রীতির বাথরুম নিয়ে রয়েছে প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবপ্রীতির ঘনিষ্ঠরা জানান, তিনি কখনোই অন্য কেউ ব্যবহার করার পর নিখুঁতভাবে পরিষ্কার না করা হলে সে বাথরুমে যান না ছাড়া তিনি কোনো বাথরুম ব্যবহার করার পর সেটি ঠিকঠাক পরিষ্কার করা হয়েছে কি না, তাও নিশ্চিত করেনপ্রীতির সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ হিসেবে এই বাথরুমইস্যুটিকেই দায়ী করেন অনেকে

সানি লিওন
বর্তমানে বলিউডের অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওনের অন্যতম আগ্রহের বিষয় তার পাপূজা ভাটের সিনেমা জিসম ২-এ অভিনয়ের সময় সানির পা নিয়ে এ আগ্রহের কথা প্রকাশিত হয়সে সময় দেখা যায় সিনেমার সেটে প্রতি ১৫ থেকে ২০ মিনিট পর পর তার পা পরিষ্কার করেনএমনকি ইনডোরে অভিনয়ের সময়েও ১৫ থেকে ২০ মিনিট পর পর তাকে পা ধুতে দেখা যায়

 

 




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: