বলা হয় বিয়ে
স্বর্গীয় ব্যাপার। স্বয়ং ইশ্বর বিয়ের মাধ্যমে দুজন মানুষকে এক করে দেন। আর শুধু সাধারণ মানুষ নয়, এই কথাটি
প্রযোজ্য সবার বেলাতেই। কিন্তু এসব আবেগীয়
অনুভূতির ধার-কাছ দিয়েও না গিয়ে অনেক তারকা কেবল একবার দুবার নয়, পরপর তিনবার বিয়ের পিঁড়িতে
বসেছেন। হলিউড-বলিউডের এমন কিছু তারকার কথা নিয়ে আজকের এই ফিচার।
সঞ্জয় দত্ত-
মুন্নভাই
এমবিবিএস খ্যাত এই তারকা প্রথম বিয়ে করেছিলেন রিচা শর্মাকে। ১৯৯৬ সালে ব্রেইন টিউমরে রিচার মারা যাবার পর রেহা
পিল্লাই নামের এক মডেলকে আবার বিয়ে
করেন সঞ্জয়। ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু দু-দুবারের বাজে অভিজ্ঞতা থামাতে পারেনি এই অভিনেতাকে। ডিভোর্সের
কিছুদিন পরেই বলিউড নায়িকা মান্যতাকে বিয়ে করেন তিনি। সঞ্জয়ের এই তৃতীয় স্ত্রীর ঘরে রয়েছে
ফুটফুটে দুটি ছেলে সন্তানও।
টম ক্রুজ-
মিমন
ইম্পসিবল খ্যাত এই হলিউড তারকার প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী মিমি রজারসের সাথে। কিন্তু সেটা বেশিদিন টেকেনি। মিমির সাথে ছাড়াছাড়ির পর ১৯৯০ সালে
দ্বিতীয়বারের মতন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্রুজ অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানের সাথে। বিয়ের ঠিক ১১ বছরের মাথায়
সম্পর্কের তিক্ততার কারণে ছাড়াছাড়ি হয় ক্রুজ-নিকোলের। তবে দমে না গিয়ে এই অভিনেতা আবার
সম্পর্কের গাটছড়া বাঁধের কেটি হোমসের সাথে। যদিও ২ বছর আগে কেটিও ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন আদালতে।
কেট উইন্সলেট-
টাইটানিকখ্যাত
এই তারকা ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন পরিচালক জিম থেরাপলেটোনের
সাথে। তিনবছর পরে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। এরপর ২০০৩ সালে স্যাম
মেন্ডসের সাথে আবার বিয়ের সম্পর্কে যান তিনি। দুর্ভাগ্যজনকভাবে, ৭ বছর পর ভেঙে যায় তাঁর এই সম্পর্কও। ২০১২ সালের
ডিসেম্বরে তৃতীয়বারের মতন ঘর বাঁধেন তিনি।
সিদ্ধার্থ রয় কাপুর-
ব্যবসায়ী, প্রযোজক, ভারতীয়
ডিজনীর ম্যানেজিং ডাইরেক্টর এবং ইউটিভিতে কর্মরত
সিদ্ধার্থ রয় কাপুরের প্রথম বিয়ে হয় ছোটবেলার বন্ধুর সাথে। যদিও বেশিদিন টেকেনি সেই বিয়ে। এরপর সিদ্ধার্থ আবার বিয়েতে
বসেন এক ভারতীয় টেলিভিশন
প্রযোজকের সাথে। তবে সে সম্পর্কেরও সমাপ্তি ঘটিয়ে শেষ অব্দি এই কাপুরপুত্র তৃতিযবারের মতন তরী ভেড়ান জনপ্রীয় নায়িকা বিদ্যা বালানের ঘাটে। গত বছরেই
বিয়ের গাটছড়া বাঁধেন এই জুটি।
জেনিফার লোপেজ-
সুরকার মার্ক
অ্যান্থনির সাথে এই ল্যাটিন গায়িকার তৃতীয় বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। এর আগে ২০০১ সালে দ্বীতিয়বারের মতন তিনি বিয়ে করেন তার ব্যাক-আপ
ড্যান্সার ক্রিস জুডকে। তবে প্রথমবার এই গায়িকা গাটছড়া বেঁধেছিলেন কিউবার খাবার পরিবেশক ওয়ানি নোয়ার সাথে।





.jpg)
0 comments: