Tuesday, 19 August 2014

তিন তিনবার বিয়ে করেছেন যেসব বিখ্যাত তারকারা!


বলা হয় বিয়ে স্বর্গীয় ব্যাপারস্বয়ং ইশ্বর বিয়ের মাধ্যমে দুজন মানুষকে এক করে দেনআর শুধু সাধারণ মানুষ নয়, এই কথাটি প্রযোজ্য সবার বেলাতেইকিন্তু এসব আবেগীয় অনুভূতির ধার-কাছ দিয়েও না গিয়ে অনেক তারকা কেবল একবার দুবার নয়, পরপর তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেনহলিউড-বলিউডের এমন কিছু তারকার কথা নিয়ে আজকের এই ফিচার


সঞ্জয় দত্ত-
মুন্নভাই এমবিবিএস খ্যাত এই তারকা প্রথম বিয়ে করেছিলেন রিচা শর্মাকে ১৯৯৬ সালে ব্রেইন টিউমরে রিচার মারা যাবার পর রেহা পিল্লাই নামের এক মডেলকে আবার বিয়ে করেন সঞ্জয়২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়কিন্তু দু-দুবারের বাজে অভিজ্ঞতা থামাতে পারেনি এই অভিনেতাকেডিভোর্সের কিছুদিন পরেই বলিউড নায়িকা মান্যতাকে বিয়ে করেন তিনিসঞ্জয়ের এই তৃতীয় স্ত্রীর ঘরে রয়েছে ফুটফুটে দুটি ছেলে সন্তানও
টম ক্রুজ- 
মিমন ইম্পসিবল খ্যাত এই হলিউড তারকার প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী মিমি রজারসের সাথেকিন্তু সেটা বেশিদিন টেকেনিমিমির সাথে ছাড়াছাড়ির পর ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্রুজ অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানের সাথেবিয়ের ঠিক ১১ বছরের মাথায় সম্পর্কের তিক্ততার কারণে ছাড়াছাড়ি হয় ক্রুজ-নিকোলেরতবে দমে না গিয়ে এই অভিনেতা আবার সম্পর্কের গাটছড়া বাঁধের কেটি হোমসের সাথেযদিও ২ বছর আগে কেটিও ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন আদালতে। 
কেট উইন্সলেট-
টাইটানিকখ্যাত এই তারকা ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন পরিচালক জিম থেরাপলেটোনের সাথেতিনবছর পরে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদেরএরপর ২০০৩ সালে স্যাম মেন্ডসের সাথে আবার বিয়ের সম্পর্কে যান তিনিদুর্ভাগ্যজনকভাবে, বছর পর ভেঙে যায় তাঁর এই সম্পর্কও২০১২ সালের ডিসেম্বরে তৃতীয়বারের মতন ঘর বাঁধেন তিনি

সিদ্ধার্থ রয় কাপুর-
ব্যবসায়ী, প্রযোজক, ভারতীয় ডিজনীর ম্যানেজিং ডাইরেক্টর এবং ইউটিভিতে কর্মরত সিদ্ধার্থ রয় কাপুরের প্রথম বিয়ে হয় ছোটবেলার বন্ধুর সাথেযদিও বেশিদিন টেকেনি সেই বিয়েএরপর সিদ্ধার্থ আবার বিয়েতে বসেন এক ভারতীয় টেলিভিশন প্রযোজকের সাথেতবে সে সম্পর্কেরও সমাপ্তি ঘটিয়ে শেষ অব্দি এই কাপুরপুত্র তৃতিযবারের মতন তরী ভেড়ান জনপ্রীয় নায়িকা বিদ্যা বালানের ঘাটে গত বছরেই বিয়ের গাটছড়া বাঁধেন এই জুটি

জেনিফার লোপেজ-
সুরকার মার্ক অ্যান্থনির সাথে এই ল্যাটিন গায়িকার তৃতীয় বিয়ে ভেঙে যায় ২০১১ সালেএর আগে ২০০১ সালে দ্বীতিয়বারের মতন তিনি বিয়ে করেন তার ব্যাক-আপ ড্যান্সার ক্রিস জুডকেতবে প্রথমবার এই গায়িকা গাটছড়া বেঁধেছিলেন কিউবার খাবার পরিবেশক ওয়ানি নোয়ার সাথে
 

 






SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: