বর্তমান সময়ের রূপালি পর্দা কাঁপানো নায়িকা তিনি। বাহ্যিক সৌন্দর্য এবং ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি দিয়ে খুব অল্প সময়েই দর্শকের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন রূপসী এই হিরোইন মাহিয়া মাহি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে মন মাতাচ্ছেন দর্শকের, আবার ফেসবুকেও ক্রমশ বাড়ছে তার ফ্রেন্ড ও ফলোয়ার। ২০১২ সালে ভালবাসার রং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মাহিয়া মাহি বাংলা সিনেমায় পদার্পণ করেন। ভালোবাসার রং এবং অন্যরকম ভালোবাসা ছবির মাধ্যমে আলোচনায় আসেন মাহি। তারপরে পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন তিনি।



0 comments: