Thursday, 4 December 2014

ইন্সটাগ্রাম ও ফেসবুকে হিলটনকে মেরে ফেলার হুমকি


হলিউডের খ্যাতমান সঙ্গিতশিল্পী ও অভিনেত্রী প্যারিস হিলটনকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছেযে ব্যক্তি হুমকি দিয়েছে সে মনে করে প্যারিস ইহুদি ধর্ম পালন করে
রোমান ক্যাথলিক ধর্মীয় অনুশাসনে বেড়ে ওঠা প্যারিস ও তার বাবা রিক হিলটনকে ওই লোকটি ইন্সটাগ্রাম ও ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়েছেনসেই লোক আরও অনেক বাজে ধরনের কথাও বলেন তাদেরকে উদ্দেশ্য করে
লস অ্যাঞ্জেলসের পুলিশ ডিপার্টমেন্ট ওয়ারেন্ট পেয়েছেন এই অজ্ঞাত ব্যক্তিকে খুঁজে বের করার এবং ধারণা করা হচ্ছে তারা লোকটিকে খুঁজে বের করতে পারবেনএটাই প্রথমবার নয়, প্যারিসকে মেরে ফেলার হুমকি আগেও দেয়া হয়ছিল ২০০৭ সালেতবে প্যারিস বলেন তিনি খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: