Thursday, 4 December 2014

ছেলে যখন নির্দেশনা দিচ্ছে বাবাকে, দেখুন শুটিং চলাকালীন কিছু ছবি


সন্তান যখন এগিয়ে যায় তখন সবথেকে খুশি বাবা-মাই হনআর যদি ছেলের পরিচালনায় বাবার অভিনয় করার প্রসঙ্গ আসে তখন তো কথাই নেইহ্যাঁ, বাংলা চলচ্চিত্র অঙ্গনের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি এবার ছেলের পরিচালনায় টেলিছবিডেসটিনেশনএ অভিনয় করছেন
অবাক হবার কিছু নেই ফারদিনের আগ্রহ নির্মাণেএর আগে মা মৌসুমীর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেননির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রওএবার তিনি পেশাদার পরিচালকটেলিছবি ডেসটিনেশননিয়ে মাঠে নেমেছেন২ ডিসেম্বর ছিলো দৃশ্যধারণের প্রথম দিনওমরসানি ছাড়াও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, সুজানা জাফর




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: