সন্তান যখন এগিয়ে যায় তখন সবথেকে খুশি বাবা-মাই হন। আর যদি ছেলের পরিচালনায় বাবার অভিনয় করার প্রসঙ্গ আসে তখন তো কথাই নেই। হ্যাঁ, বাংলা চলচ্চিত্র অঙ্গনের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি এবার ছেলের পরিচালনায় টেলিছবি ‘ডেসটিনেশন’এ অভিনয় করছেন।
অবাক হবার কিছু নেই ফারদিনের আগ্রহ নির্মাণে। এর আগে মা মৌসুমীর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। এবার তিনি পেশাদার পরিচালক। টেলিছবি ‘ডেসটিনেশন’ নিয়ে মাঠে নেমেছেন। ২ ডিসেম্বর ছিলো দৃশ্যধারণের প্রথম দিন। ওমরসানি ছাড়াও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, সুজানা জাফর ।



0 comments: